ajkertarunkantho
মঙ্গলবার , ২১ মার্চ ২০২৩ | ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ
  1. অপরাধ-দুর্নীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম ও জীবন
  5. কৃষি সমাচার
  6. খেলাধুলা
  7. জনদুর্ভোগ
  8. জাতীয়
  9. ধর্ম ও সংস্কৃতি
  10. প্রবাস সমাচার
  11. বাণিজ্য
  12. বিজ্ঞান ও প্রযুক্তি
  13. বিনোদন
  14. বিশেষ প্রতিবেদন
  15. রাজনীতি

রমজানে পুঁজিবাজারে লেনদেন হবে নতুন সময়সূচিতে

প্রতিবেদক
নিউজ রুম
মার্চ ২১, ২০২৩ ৪:৩১ অপরাহ্ণ
রমজানে পুঁজিবাজারে

আসন্ন রমজানে পুঁজিবাজারের লেনদেনের সময়সূচি নির্ধারণ করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। মঙ্গলবার (২০ মার্চ) বিএসইসির পক্ষ থেকে এ সংক্রান্ত একটি চিঠি দুই স্টক এক্সচেঞ্জে পাঠানো হয়েছে।

নতুন সময়সূচি অনুযায়ী, রমজানে সকাল ১০টা থেকে দুপুর ১টা ২০ মিনিট পর্যন্ত ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেন হবে। এছাড়া দুপুর ১টা ২০ মিনিট থেকে ১টা ৩০ মিনিট পর্যন্ত ক্লোজিং সেশন থাকবে।

প্রসঙ্গত, স্বাভাবিক সময়ে শেয়ারবাজারে সকাল ১০টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত লেনদেন অনুষ্ঠিত হয়।

এর আগে, গত ১৫ মার্চ রমজানে ব্যাংক লেনদেনের নতুন সময়সূচি নির্ধারণ করে দিয়েছে বাংলাদেশ ব্যাংক। রমজানে সকাল ৯টা থেকে বেলা আড়াইটা পর্যন্ত ব্যাংকে লেনদেন চালু থাকবে। তবে লেনদেন পরবর্তী আনুষঙ্গিক কাজের জন্য বিকেল ৪টা পর্যন্ত ব্যাংক খোলা রাখা যাবে। এর মধ্যে দুপুর ১টা ১৫ মিনিট থেকে ১টা ৩০ মিনিট পর্যন্ত জোহরের নামাজের বিরতি। বিরতির সময় অভ্যন্তরীণ সমন্বয়ের মাধ্যমে ব্যাংকের লেনদেন অব্যাহত রাখা যাবে।

সর্বশেষ - সারাদেশ