গাজীপুরের কালীগঞ্জে সকল ইসলামিক দলের মতবিনিময়
মারুফ হাসান, নিজস্ব প্রতিবেদক :
গাজীপুরের কালীগঞ্জে ইসলামী দলগুলোর মতবিনিময় শেষে ছাত্র জনতার আন্দোলনে নিহতদের মাগফিরাত ও আহতদের দ্রুত আরোগ্য কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২১ আগষ্ট) সকালে কালীগঞ্জ ইমাম পরিষদের উদ্যোগে পৌরসভার দড়িসোম বাইতুস সালাম জামে মসজিদে মতবিনিময় ও দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন কালীগঞ্জ ইমাম পরিষদের সভাপতি আলহাজ্ব মাওলানা ইসমাইল হোসেন মির্জা।
বাংলাদেশ খেলাফত মজলিস উপজেলা সাধারণ সম্পাদক মাওলানা রুহুল আমীন গাজীপুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা মাহমুদুল হাসান, সহ-সভাপতি মাওলানা আবু হানিফ ও সেক্রেটারী এডভোকেট তাজুল ইসলাম, প্রমূখ।
এ সময় অন্যান্যের মাঝে খেলাফত মজলিস গাজীপুর জেলার সাধারণ সম্পাদক প্রিন্সিপ্যাল গাজী রুহুল আমিন কাসেমী, ইসলামী আন্দোলন উপজেলা সাংগঠনিক সম্পাদক মাওলানা আলী হোসেন, পৌর জামায়াতের আমীর মাওলানা আনোয়ার হোসেন সহ কালীগঞ্জ ইমাম পরিষদ ও হেফাজতে ইসলামের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।