ajkertarunkantho
ঢাকাবুধবার , ২২ মার্চ ২০২৩
  1. অপরাধ-দুর্নীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস ঐতিহ্য
  5. ইসলাম ও জীবন
  6. কৃষি সমাচার
  7. খেলাধুলা
  8. জনদুর্ভোগ
  9. জাতীয়
  10. ধর্ম ও সংস্কৃতি
  11. প্রবাস সমাচার
  12. বাণিজ্য
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বান্দরবানের বলি বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড

নিউজ রুম
মার্চ ২২, ২০২৩ ১১:৩০ পূর্বাহ্ণ
Link Copied!

আবুবকর ছিদ্দীক, বান্দরবান প্রতিনিধি:

বান্দরবানের থানচির বলি পাড়া বাজারে আগুনে পুড়েছে প্রায় অর্ধশতেরও বেশি দোকান। বুধবার (২২ মার্চ) ভোর ৬টার দিকে থানচির বলি বাজারে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানান, বুধবার ভোর ৬টার দিকে বলিবাজারের নীলগিরি রেস্টুরেন্টের চুলা থেকে আগুনের সূত্রপাত হলে মুহুর্তেই আগুন চারিদিকে ছড়িয়ে পড়ে। পরে ফায়ার সার্ভিসকে খবর দিলে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে এসে স্থানীয়দের সহযোগিতায় দমকল বাহিনী, পুলিশ ও বিজিবি প্রায় তিন ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনলেও এর মধ্যে অর্ধশতেরও বেশি দোকান পুড়ে ছাই হয়ে যায়। তবে এ ঘটনায় কি পরিমাণ ক্ষয়-ক্ষতি হয়েছে তা এখনো জানা যায়নি।

এ বিষয়ে থানচি উপজেলা চেয়ারম্যান থোয়াইহ্লামং মার্মা বলেন, বলি বাজারে বৈদ্যুতিক চুলা থেকে আগুনের সূত্রপাত হয়। এই অগ্নিকান্ডের ঘটনায় হলুদের দোকান, আধার দোকান, মুদির দোকান, বাদামের দোকানসহ প্রায় অর্ধশতের বেশি দোকান পুড়ে যায়।

থানচি উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল মনসুর বলেন, বলি বাজারে অগ্নিকান্ডে ৫০টিরও বেশি দোকান পুড়ে যায়। তবে এ ঘটনায় কি পরিমাণ ক্ষতি হয়েছে তা এখন বলা যাচ্ছে না। তদন্ত সাপেক্ষে বিস্তারিত বলা যাবে।