আতিকুর রহমান ফ্রান্স প্রতিনিধি:
অবসরের সময়সীমা বৃদ্ধির প্রতিবাদে কয়েক সপ্তাহ যাবত ফ্রান্সে আন্দোলন চলমান, আজ ২৩ শে মার্চ সমগ্র দেশ জুড়ে বিক্ষোভ প্রদর্শন করা হয়।
ফ্রান্সের ২৪০ টা স্থানে বিক্ষোভ সমাবেশ হয়েছে বলে বিভিন্ন গণমাধ্যমে বলা হয়েছে, ফ্রান্সের রাজধানী প্যারিসে প্রায় ৮ লাখের মত লোক সমাগম হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
শুধুমাত্র প্যারিস থেকেই ২৭ জনের মত আন্দোলনকারীকে গ্রেফতার করা হয়েছে, দেশের বিভিন্ন স্থানে জানা ছড়িয়ে পড়েছে। আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করার জন্য জলকামান ও কাদানি গাছ ব্যবহার করা হয়েছে, রাস্তায় রাস্তায় ময়লার স্তুপ ফেলা হয়েছে, কোথাও কোথাও আগুন ধরিয়ে দেওয়া হয়েছে।
চলমান এই আন্দোলন ধীরে ধীরে সহিংস রূপ ধারণ করতেছে, প্রেসিডেন্ট মানুয়েল ম্যাক্রনের সরকার অবসরে যাওয়ার সময় দুই বছর বৃদ্ধি করার প্রতিবাদে এই আন্দোলন হচ্ছে।