এনামুল হক সরকার, রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি:
আজ ভয়াল ২৫ মার্চ জাতীয় গণহত্যা! দিবস রাজারহাটে পালিত হয়েছে। জাতীয় দিবসটি উপলক্ষে শনিবার উপজেলা পরিষদ হলরুমে গণহত্যায় শহীদদের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকাল এগারো ঘটিকায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার নূরে তাসনিমের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক অধ্যক্ষ আবুল কালাম আজাদ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মিজানুর রহমান, উপজেলা কৃষি ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুন্নাহার সাথী,উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. মো. মাহফুজার রহমান, রাজারহাট প্রেসক্লাব সম্পাদক আসাদুজ্জামান আসাদ প্রমুখ।
এসময়ে উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সজিবুলকরিম, মৎস্য কর্মকর্তা মো. আরিফুল ইসলাম,সমবায় কর্মকর্তা মো.শাহ আলম সরকার, উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. মনোয়ার হোসেনসহ আরও অনেকে।আলোচনা শেষে গণহত্যায় শহিদের আত্মার শান্তি কামনা দোয়া অনুষ্ঠিত হয়।