পরিপূর্ণ ইসলামিরাষ্ট্র ব্যবস্থা কায়েম না হলে সবক্ষেত্রে বৈষম্য দূর হবেনা
মানিকগঞ্জ জেলা সংবাদদাতা:
বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য অধ্যক্ষ মাওলানা ইজ্জত উল্লাহ বলেছেন, কেবলমাত্র পরিপূর্ণ ইসলামি রাষ্ট্র ব্যবস্থা কায়েম হলেই সমাজের সকল স্তর থেকে বৈষম্য দূর করা সম্ভব হবে যাহা মানুষের তৈরি কোন আইন দিয়ে সম্ভব নয়।
বুধবার সকালে মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার দরগ্রামে সাম্প্রতিক দেশব্যাপী বৈষম্য বিরোধী আন্দোলনে অংশ নিয়ে পুলিশের গুলিতে নিহত শহীদ আফিকুল ইসলাম সা’দের কবর জিয়ারত, শোকাহত পরিবার কে আার্থিক সহায়তা ও শান্তনা প্রদানের প্রাক্কালে সংক্ষিপ্ত পথ সভায় প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ ইজ্জত উল্লাহ এসব কথা বলেন। সভায় মানিকগঞ্জ জেলা জামায়াতের আমীর মাওলানা কামরুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্যে রাখেন কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য মাওলানা দেলওয়ার হোসাইন। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মানিকগঞ্জ জেলা জামায়াতের মানব সম্পদ বিভাগের প্রধান ইন্জিনিয়ার মুঃ মুসলেহ উদ্দিন খান, সাটুরিয়া উপজেলা আমীর মুঃ আবু সাঈদ, দরগ্রাম ইউনিয়ন আমীর মাওলানা ইদ্রিস আলী, সেক্রেটারি মুঃ সোহরাব হোসেন প্রমূখ।
অধ্যক্ষ ইজ্জত উল্লাহ তার বক্তব্যে আরও বলেন, কুরআনে পড়েছি ফেরাউন পর্যন্ত তার সঙ্গী সাথীদের ছেড়ে যায়নি তাদের সবার সলিল সমাধি হয়েছে একসাথে, কিন্তু সৈরাচারী শেখ হাসিনা ফেরাউন কেও ছাড়িয়ে তিনি তার সঙ্গীদের নিয়েতো নয়ই একটু বলেও যায়নি, টাকা পয়সা নিয়ে ভারতে পালিয়ে গেল। আমরা যখন শেখ হাসিনার অত্যাচার থেকে পুরো জাতি মুক্তির উপায় খুজছিলাম তখন ছাত্র সমাজ এগিয়ে আাসলো, ৪২ জন শিশু সহ অগনিত মানুষের প্রাণের বিনিময়ে সৈরশাসন থেকে আমরা মুক্তি পেলাম। কাজেই শহীদ সা’দের মতো বীর পুরুষদের এ জাতি চীর কাল মূল্যায়ন করবে, তাদের লক্ষ উদ্দেশ্য ছিলো আইনের শাসন প্রতিষ্ঠা, ইনছাফ কায়েম, রাষ্ট্রের প্রতিটি সেক্টর থেকে সকল প্রকার বৈষম্য দূর করে একটি ইসলামিক কল্যান রাষ্ট্র প্রতিষ্ঠা করা, সুতরাং আমাদের সবাইকে সেই লক্ষ্যে কাজ করে যেতে হবে।
পরে জামায়াতে ইসলামীর পক্ষ থেকে শিবালয় উপজেলার বৈষম্য বিরোধী আনদোলনে শহীদ রফিকুল ইসলামের করব জিয়ারত ও পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করেন বলে জানা গেছে।