বানভাসি মানুষের পাশে দাঁড়িয়েছে আলোর কাফেলা সেবা সংস্থা
মুহাম্মাদ রমজান মাহমুদ, নিজস্ব প্রতিবেদক:
দেশের বিভিন্ন অঞ্চল বন্যার পানিতে তলিয়ে গেছে। মানুষ ঘরবাড়ি হারিয়ে আশ্রয়কেন্দ্রগুলোতে কোনোভাবে দিনাতিপাত করছে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুুষ ছুটে আসছে মানবতার ডাকে দেশের কল্যাণে।
অন্য সবার মতো দুর্যোগের একেবারে প্রথম থেকে আলোর কাফেলা সেবা সংস্থার সভাপতি মুফতি সিরাজুল ইসলাম ও সাধারাণ সম্পাদক মাওলানা ওয়াহিদুজ্জামান ফারুকের আহবানে ও নেতৃত্বে আলোর কাফেলা সেবা সংস্থা’র সকল দায়িত্বশীল উদ্ধার ও ত্রাণ পৌঁছাতে অংশগ্রহণ করে আসছে।
আলোর কাফেলা সেবা সংস্থা’র দায়িত্বশীলবৃন্দ গত কয়েকদিন যাবৎ টানা পরিশ্রম করে বিপদগ্রস্ত মানুষের জন্য ৭ লক্ষ টাকার শুকনো খাবার ও বিশুদ্ধ পানির ব্যবস্থা করেছেন।
আজ বৃহস্পতিবার (২৯ আগস্ট) নোয়াখালী জেলার লক্ষীপুরসহ বিভিন্ন অজপাড়াগাঁয়ে গিয়ে মানুষের হাতে ত্রাণ পৌঁছে দিয়েছে আলহামদুলিল্লাহ।
গাজীপুর জেলার কাশিমপুর ১ নং ওয়ার্ডের সম্মানিত দায়িত্বশীলবৃন্দ, হাফেজ শাহ আলমমাওলানা মোস্তাক আহমেদ, মুফতি মাহবুব হায়দার, মাওলানা শরিফুল ইসলাম, হাফেজ ইলিয়াস হোসাইন, হাফেজ আবুল কালাম, হাফেজ নুরুল ইসলাম, হাফেজ আলামিন, মাওলানা আলামিন সিরাজী,মাওলানা আ. আজিজ, হাফেজ মাহিদুল ইসলাম, জনাব আ. বাছেদ, জনাব ফারুক খান,জনাব কামরুল ইসলাম, জনাব হাফিজ, হাফেজ রুহুল আমিন, মুহাম্মাদ মাহদী বিন সিদ্দিকের, সার্বিক সহযোগিতা রাহবারিতে,দায়িত্বশীলবৃন্দ আজকের কর্মসূচী বাস্তবায়ন করেন।
এসময় উপস্থিত ছিলেন আলোর কাফেলা সেবা সংস্থা সভাপতি মাওলানা মুফতী সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক, মাওলানা ওয়াহিদুজ্জামান ফারুক, সহকারী সাধারণ সম্পাদক, মাওলানা ছানোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক, মাওলানা আবু হুজাইফা, কোষাধ্যক্ষ, মাওলানা তরিকুল ইসলাম, প্রচার সম্পাদক, হাফেজ ক্বারী আব্দুল খালেক গাজীপুরীসহ প্রমূখ।