
মো. কামরুল হোসেন সুমন, স্টাফ রিপোর্টার:
ভোলায় বেকার যুবকদের বিভিন্ন ইলেকট্রনিক্স ডিভাইসের উপর কারিগরি প্রশিক্ষণ শেষে সনদ বিতরণ করা হয়েছে। এসইআইপি প্রকল্পের আওতায় মঙ্গলবার সকালে হীড টেকনিক্যাল ট্রেনিং সেন্টার ভোলা এর আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য ও সনদ বিতরণ করেন জেলা প্রশাসক মো. তৌফিক-ই-ইলাহী চৌধুরী।
হীড বাংলাদেশের পরিচালক (অপারেশন) ডাঃ সুবীর খিয়াং বাবুর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর ব্যাবস্থাপক (কার্যক্রম) ও এসইআইপি প্রোগ্রামের কো-অর্ডিনেটর মোহাম্মদ সাইদুল হক, গ্রামীণ জন উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক জাকির হোসেন মহিন।
হীড বাংলাদেশ এর কেন্দ্রিয় ব্যাবস্থাপক (এমএফপি) অদ্বৈত কুমার বিশ^াস, পরে ৫০ জন প্রশিক্ষণার্থীর মধ্যে সনদপত্র বিতরণ করা হয়। প্রশিক্ষণের মেয়াদ ছিলো ৩ মাস।