ajkertarunkantho
ঢাকাবুধবার , ৫ এপ্রিল ২০২৩
  1. অপরাধ-দুর্নীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস ঐতিহ্য
  5. ইসলাম ও জীবন
  6. কৃষি সমাচার
  7. খেলাধুলা
  8. জনদুর্ভোগ
  9. জাতীয়
  10. ধর্ম ও সংস্কৃতি
  11. প্রবাস সমাচার
  12. বাণিজ্য
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন

সিংগাইরে সাবেক যুবলীগের সভাপতি সড়ক দুর্ঘটনায় নিহত

নিউজ রুম
এপ্রিল ৫, ২০২৩ ৪:০১ অপরাহ্ণ
Link Copied!

সিংগাইরে সাবেক যুবলীগের সভাপতি দুর্ঘটনায় নিহত সিংগাইর উপজেলার যুবলীগের সাবেক সভাপতি শিক্ষানবিশ আইনজীবী মো. মনির হোসেন সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছে।

মঙ্গলবার বিকেল সাড়ে তিন টার দিকে হেমায়েতপুর -সিংগাইর -মানিকগঞ্জ আঞ্চলিক মহাসড়কের সিংগাইর পৌর সদরের গোবিন্দল বাস স্ট‍্যান্ড এলাকায় এক সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত অবস্থায় সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন মনির হোসেন , তার অবস্থার সংকটাপন্ন হওয়ায় আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় ছিলেন।

পরে আজ বুধবার বিকেলে ৪ টায় চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। প্রত‍্যক্ষদর্শীরা জানায়, মানিকগঞ্জ কোর্টে পেশাগত দায়িত্ব পালন শেষে বাড়িতে ফিরছিলেন মনির হোসেন,এ সময় গোবিন্দল বাস স্ট‍্যান্ড এলাকায় পৌঁছালে গাড়িটি নিয়ন্ত্রণ হাড়িয়ে সড়কের দক্ষিণ পাশের খাদে পড়ে যায়। এ সময় গাড়িতে থাকা মো. মনির হোসেন ও আরেক আইনজীবী লুৎফর রহমান মারাত্মকভাবে আহত হয়।

স্থানীয়রা আহতদের উদ্ধার করে প্রথমে সিংগাইর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে তাদের সাভারস্থ এনাম মেডিকেলে কলেজ এন্ড হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য ভর্তি করা হয়।

চান্দহর ইউনিয়ন আ’লীগ সহ-সভাপতি এনামুল হক বলেন, বুধবার সন্ধায় লাশ গ্রামের বাড়ি এসে পৌঁছায়। রাত ১০:৩০ মিনিটে জানাজা শেষে মাধবপুর কবরস্থানে তাঁকে দাফন করা হবে।