মো. ফারুক হোসেন, নওগাঁ জেলা প্রতিনিধি:
নওগাঁর বদলগাছীতে মৎস্য অধিদপ্তরের অভিযানে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় ছোট যমুনা নদী ও পার্শ্ববর্তী খাল থেকে ৫০ হাজার টাকা মূল্যের ৫ অবৈধ চায়না রিং জাল ও ২টি কারেন্ট জাল জব্দ করে আগুনে পুড়িয়ে ধ্বংশ করে দিয়েছে।
উপজেলা মৎস্য অফিস সূত্রে জানা গেছে, গতকাল ৫ই এপ্রিল বুধবার রাত সাড়ে ১০টায় গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার মথরাপুর ইউনিয়ন, বদলগাছী ইউনিয়ন ও বিলাসবাড়ী ইউনিয়নের ছোট যমুনা নদী পার্শ্ববর্তী খাল থেকে অভিযান চালিয়ে ৫টি চায়না রিং জাল ওরফে দুই দুয়ারি জাল ও ২টি কারেন্ট জাল নামে পরিচিত অবৈধ জাল জব্দ করা হয় জাল গুলোর আনুমানিক মূল্য ৫০,০০০ টাকা। পরে অভিযান পরিচালনাকারী উপজেলা মৎস্য অফিসার আব্দুস সালাম জব্দকৃত অবৈধ জাল ভোর রাত ২টায় ঘটনাস্থলেই পুড়িয়ে ধ্বংস করে।
অভিযানে উপস্থিত ছিলেন থানা পুলিশের এস আই মেহেদী হাসান, সাংবাদিক সৈকত সোবহান, সাংবাদিক মুজাহিদ হোসেন, আশিক, অপু সহ মৎস্য অফিসের আব্দুল বারিক।
এ ব্যপারে বদলগাছী মৎস্য অফিসার আব্দুস সালাম বলেন, দেশীয় মাছ রক্ষার্থে আমাদের অভিযান অব্যহত রয়েছে।