ajkertarunkantho
ঢাকাবৃহস্পতিবার , ৬ এপ্রিল ২০২৩
  1. অপরাধ-দুর্নীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস ঐতিহ্য
  5. ইসলাম ও জীবন
  6. কৃষি সমাচার
  7. খেলাধুলা
  8. জনদুর্ভোগ
  9. জাতীয়
  10. ধর্ম ও সংস্কৃতি
  11. প্রবাস সমাচার
  12. বাণিজ্য
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন

সিংগাইরে বুদ্ধিপ্রতিবন্ধী শিশুকে ধর্ষণ; কিশোর গ্রেপ্তার

নিউজ রুম
এপ্রিল ৬, ২০২৩ ১১:৫৪ পূর্বাহ্ণ
Link Copied!

মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় ১২ বছর বয়সী বুদ্ধিপ্রতিবন্ধী এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে প্রতিবেশি ১৬ বছর বয়সী এক কিশোরের বিরুদ্ধে।

এ ঘটনায় বুধবার ওই শিশুর পরিবার সিংগাইর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। পরে অভিযুক্ত ওই কিশোরকে গ্রেপ্তার করে সিংগাইর থানা পুলিশ । বৃহস্পতিবার (৬ এপ্রিল) সকালে গ্রেপ্তারকৃত আসামীকে আদালতে প্রেরণ করা হয়েছে।

অভিযুক্ত কিশোরের নাম ইমরান হোসেন ইমন। সে সিংগাইর উপজেলার পাচপাড়া ইউনিয়নের খোরশেদ আলী ওরফে শুকুর আলীর ছেলে।

গত ১৫ ফেব্রুয়ারী বিকাল ৫টার দিকে বুদ্ধিপ্রতিবন্ধী শিশুটির মুখ চেপে ধরে এক প্রতিবেশীর বসত বাড়ির নির্মাণাধীন বিল্ডিংয়ের একটি রুমে নিয়ে যায় প্রতিবেশী কিশোর ইমরান হোসেন ইমন। এরপর শিশুটির ইচ্ছার বিরুদ্ধে তাকে জোরপূর্বক ধর্ষণ করে ইমন। এ ঘটনায় প্রতিবন্ধী শিশুটির পরিবার স্থানীয়ভাবে বিষয়টি আপোষ-মিমাংসার চেষ্টা করে। কিন্তু ব্যর্থ হয়ে পরবর্তীতে থানায় মামলা করেন। এরপর অভিযান চালিয়ে আসামীকে গ্রেপ্তার করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।