মানিকগঞ্জের সিংগাইর থানার বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ১২ জনকে গ্রেফতার করেছে সিংগাইর থানা পুলিশ।
শুক্রবার (৭ এপ্রিল) সকালে থানার অফিসার ইনচার্জ জনাব সৈয়দ মিজানুর ইসলাম এ তথ্য নিশ্চিত করা হয়।
তিনি জানান, থানার নিয়মিত বিশেষ অভিযানের অংশ হিসেবে বৃহস্পতিবার (৬ এপ্রিল) সন্ধা থেকে (শুক্রবার) সকাল ৬টা পর্যন্ত সিংগাইর থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ০৭ গ্রাম হেরোইন উদ্ধারসহ দুই মাদক কারবারি ও ১০ জন পরোয়ানাভূক্ত আসামী সর্বমোট ১২ জনকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারের সময় ১। লিটন মিয়া(৩৬), ২। আলম(৩২), তাদের কাছ থেকে থেকে ০৭ গ্রাম হেরোইন (মূল্য অনুমান ৭০,০০০/-টাকা) উদ্ধার করা হয়। গ্রেফতারদের অদ্য ০৭/০৪/২০২৩ তারিখ বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।