এফ এম ফজলু :
চাঞ্চল্যকর হত্যা কান্ড ঈদের দিন বিকেলে বান্ধবী নিয়ে বেড়াতে গিয়ে খুন হওয়া সৌরভ (রনি) এর হত্যা মামলার এজাহারভুক্ত আরো ২ আসামিকে গ্রেফতার হয়েছে।
এসআই/তারেক, এসআই / জাহিদ ও এএসআই/ আলমগীর পাবনা জেলার আতাইকুলা থানার বনগ্রামের গাংগুটিয়া এলাকা হইতে ধানের জমিতে ঘাস কাটার সময় এসআই/ তারেকের নেতৃত্বে গ্রেফতার করা হয়।
৩ নং আসামি রবিন (১৯) পিতা নুরু মিয়া, ৪ নং আসামী মাহাম ( মো. আলী (২২) পিতা হাবু গ্রাম সাহরাইল মুন্সি পাড়া।
১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছে। ৩ নং আসামি রবিন, ৪ নং আসামি মোহাম্মদ আলীকে ১০ দিনের রিমান্ড আবেদন করে আজ আদালতে প্রেরণ করেছে সিংগাইর থানা পুলিশ।