১১:১৯ অপরাহ্ন, রবিবার, ০৮ সেপ্টেম্বর ২০২৪, ২৪ ভাদ্র ১৪৩১ বঙ্গাব্দ

সাটুরিয়ায় সাংবাদিককে হত্যার হুমকি,থানায় জিডি

তরুণকণ্ঠ ডেস্ক

মানিকগঞ্জ প্রতিনিধি:

দৈনিক প্রথম ভোর পত্রিকার নির্বাহী সম্পাদক মো: রাশেদুল হককে হত্যার হুমকি দিয়েছে বলে অভিযোগ উঠেছে।

এ ঘটনায় শনিবার রাতে মো:খোরশেদ আলম কোরবানেরবি রুদ্ধে সাটুরিয়া থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন ভুক্তভোগী।

গতকাল রবিবার বিষয়টি নিশ্চিত করেন সাটুরিয়া থানার পরিদর্শক (তদন্ত) মানবেন্দ্র বালো।

জিডি সূত্রে জানা যায়, বৃহস্প‌তিবার “টাঙ্গাইল-দেলদুয়ার-লাউহা‌টি-সাটু‌রিয়া-কাওয়ালীপাড়া-কালামপুর বাসস্ট‌্যান্ড আঞ্চ‌লিক মহাসড়ক যথাযথ মান ও প্রশস্ততায় উন্নীতকরণ” শীর্ষক প্রকল্প এর জন‌্য ভূ‌মি অ‌ধিগ্রহ‌ণ করা হয়েছে। উক্ত প্রস্তা‌বিত জ‌মির যৌথ তদন্তের সময় মা‌নিকগঞ্জ ভূ‌মি অ‌ধিগ্রহণ শাখার সাভেয়ার মো. খোরশেদ আলম, জেলা প্রচসসকে এলএ শাখার সাভেয়ার মো. আবু ইউসুফ ও সড়ক ভবনেট সাভেয়ার মো: বুলবুল আ‌হমেদ উপজেলার গর্জনা গ্রামের রাশেদুল হকের পৈর্তৃক সম্প‌ত্তির অ‌ধিগ্রহ‌ণের জন‌্য প্রস্তা‌বিত সাড়ে ৭ শতাংশ জ‌মির সীমানা নির্ধারণ না করে ,স্থানীয় মোঃ খোরশেদ আলম কোরবা‌ন দে‌খিয়ে দেয়া জায়গা হতে জ‌মি প‌রিমাপের ফিতা ধরে। এ সময় রাশেদুল হকের একতলা পাকা বি‌ল্ডিং অ‌ধিগ্রহ‌ণের জায়গায় না দে‌খিয়ে মোঃ খোরশেদ আলম কোরবানের একতলা পাকা বি‌ল্ডিং‌টি অ‌ধিগ্রহ‌ণের জায়গায় দে‌খিয়ে প‌রিমাপ করা হয়। উক্ত বিরোধকে কেন্দ্র করে অকথ্য ভাষায় গালিগালাজসহ প্রাণনাশের হুমকি দেন।

এ ঘটনায় সাটুরিয়া কর্মরত সাংবাদিকরা উদ্বেগ প্রকাশ করে হুমকিদাতার শাস্তির দাবি করেছেন।

এ ব্যাপারে সাটুরিয়া থানার পরিদর্শক (তদন্ত) মানবেন্দ্র বালো বলেন, তদন্ত করে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ গ্রহন করার হবে।

Please Share This Post in Your Social Media

প্রকাশকাল : ১১:৫০:১৪ পূর্বাহ্ন, রবিবার, ১ সেপ্টেম্বর ২০২৪
২১০ Time View

সাটুরিয়ায় সাংবাদিককে হত্যার হুমকি,থানায় জিডি

প্রকাশকাল : ১১:৫০:১৪ পূর্বাহ্ন, রবিবার, ১ সেপ্টেম্বর ২০২৪

মানিকগঞ্জ প্রতিনিধি:

দৈনিক প্রথম ভোর পত্রিকার নির্বাহী সম্পাদক মো: রাশেদুল হককে হত্যার হুমকি দিয়েছে বলে অভিযোগ উঠেছে।

এ ঘটনায় শনিবার রাতে মো:খোরশেদ আলম কোরবানেরবি রুদ্ধে সাটুরিয়া থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন ভুক্তভোগী।

গতকাল রবিবার বিষয়টি নিশ্চিত করেন সাটুরিয়া থানার পরিদর্শক (তদন্ত) মানবেন্দ্র বালো।

জিডি সূত্রে জানা যায়, বৃহস্প‌তিবার “টাঙ্গাইল-দেলদুয়ার-লাউহা‌টি-সাটু‌রিয়া-কাওয়ালীপাড়া-কালামপুর বাসস্ট‌্যান্ড আঞ্চ‌লিক মহাসড়ক যথাযথ মান ও প্রশস্ততায় উন্নীতকরণ” শীর্ষক প্রকল্প এর জন‌্য ভূ‌মি অ‌ধিগ্রহ‌ণ করা হয়েছে। উক্ত প্রস্তা‌বিত জ‌মির যৌথ তদন্তের সময় মা‌নিকগঞ্জ ভূ‌মি অ‌ধিগ্রহণ শাখার সাভেয়ার মো. খোরশেদ আলম, জেলা প্রচসসকে এলএ শাখার সাভেয়ার মো. আবু ইউসুফ ও সড়ক ভবনেট সাভেয়ার মো: বুলবুল আ‌হমেদ উপজেলার গর্জনা গ্রামের রাশেদুল হকের পৈর্তৃক সম্প‌ত্তির অ‌ধিগ্রহ‌ণের জন‌্য প্রস্তা‌বিত সাড়ে ৭ শতাংশ জ‌মির সীমানা নির্ধারণ না করে ,স্থানীয় মোঃ খোরশেদ আলম কোরবা‌ন দে‌খিয়ে দেয়া জায়গা হতে জ‌মি প‌রিমাপের ফিতা ধরে। এ সময় রাশেদুল হকের একতলা পাকা বি‌ল্ডিং অ‌ধিগ্রহ‌ণের জায়গায় না দে‌খিয়ে মোঃ খোরশেদ আলম কোরবানের একতলা পাকা বি‌ল্ডিং‌টি অ‌ধিগ্রহ‌ণের জায়গায় দে‌খিয়ে প‌রিমাপ করা হয়। উক্ত বিরোধকে কেন্দ্র করে অকথ্য ভাষায় গালিগালাজসহ প্রাণনাশের হুমকি দেন।

এ ঘটনায় সাটুরিয়া কর্মরত সাংবাদিকরা উদ্বেগ প্রকাশ করে হুমকিদাতার শাস্তির দাবি করেছেন।

এ ব্যাপারে সাটুরিয়া থানার পরিদর্শক (তদন্ত) মানবেন্দ্র বালো বলেন, তদন্ত করে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ গ্রহন করার হবে।