ajkertarunkantho
ঢাকাশনিবার , ৮ এপ্রিল ২০২৩
 1. অপরাধ-দুর্নীতি
 2. আইন-আদালত
 3. আন্তর্জাতিক
 4. ইতিহাস ঐতিহ্য
 5. ইসলাম ও জীবন
 6. কৃষি সমাচার
 7. খেলাধুলা
 8. জনদুর্ভোগ
 9. জাতীয়
 10. ধর্ম ও সংস্কৃতি
 11. প্রবাস সমাচার
 12. বাণিজ্য
 13. বিজ্ঞান ও প্রযুক্তি
 14. বিনোদন
 15. বিশেষ প্রতিবেদন

শাহজাদপুরে আম গাছের সাথে ফাঁস নিয়ে বৃদ্ধার আত্মহত্যা

নিউজ রুম
এপ্রিল ৮, ২০২৩ ৩:৫৮ অপরাহ্ণ
Link Copied!

সেলিম রেজা, সিরাজগঞ্জ প্রতিনিধি:

শুক্রবার (৮এপ্রিল) রাতে উপজেলার বেলতৈল ইউনিয়নের আইগবেড়া গ্রামে এই ঘটনা ঘটে। মাবিয়া খাতুন ওই গ্রামের কৃষক আব্দুস ছালামের স্ত্রী ও ৪ সন্তানের জননী।

জানা যায়, গতশুক্রবার ইফতারের পর থেকেই বৃদ্ধা মাবিয়া খাতুনের খোঁজ পাওয়া যাচ্ছিল না। খোঁজাখুজির এক পর্যায়ে প্রতিবেশীর একটি আম গাছে বৃদ্ধা মাবিয়া খাতুনের ঝুলন্ত দেহ দেখতে পান স্বজনরা। পরে থানা পুলিশ খরব পেয়ে বৃদ্ধার লাশ রাতেই উদ্ধার করে থানায় নিয়ে আসে।

এবিষয়ে শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ নজরুল ইসলাম মৃধা স্বজনদের বরাত দিয়ে জানান, নাতি-নাতিনকে ঈদের জামা কাপড় কিনে দেওয়া নিয়ে মাবিয়া খাতুনের স্বামীর সাথে মনমালিন্য হয়েছিল। হয়তো এ অভিমানে তিনি গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেছেন।

তিনি আরো জানান, সুরতহাল শেষে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। এই বিষয়ে শাহজাদপুর থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের হয়েছে।