ajkertarunkantho
ঢাকাসোমবার , ১০ এপ্রিল ২০২৩
  1. অপরাধ-দুর্নীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস ঐতিহ্য
  5. ইসলাম ও জীবন
  6. কৃষি সমাচার
  7. খেলাধুলা
  8. জনদুর্ভোগ
  9. জাতীয়
  10. ধর্ম ও সংস্কৃতি
  11. প্রবাস সমাচার
  12. বাণিজ্য
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন

সিরাজগঞ্জে ৯ ইটভাটায় অভিযান, ৪৪ লাখ টাকা জরিমানা

নিউজ রুম
এপ্রিল ১০, ২০২৩ ৩:১৬ অপরাহ্ণ
Link Copied!

সেলিম রেজা, সিরাজগঞ্জ প্রতিনিধি:

সিরাজগঞ্জের তিনটি উপজেলার নয়টি ইটভাটায় অভিযান চালিয়ে ৪৪ লাখ টাকা জরিমানা করেছেন পরিবেশ অধিদপ্তরের ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (১০ এপ্রিল) দুপুর থেকে বিকেল পর্যন্ত উল্লাপাড়া, তাড়াশ ও রায়গঞ্জ উপজেলার বিভিন্ন এলাকায় এসব অভিযান চালানো হয়। অভিযানে নেতৃত্ব দেন পরিবেশ অধিদপ্তর সদর দপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট নেহের নিগার তনু।

সিরাজগঞ্জ পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক আব্দুল গফুর এ তথ্য নিশ্চিত করে জানান, সোমবার দুপুর থেকে বিকেল পর্যন্ত জেলার তিনটি উপজেলায় অভিযান চালিয়ে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন নিয়ন্ত্রণ আইনের বিভিন্ন ধারা লঙ্ঘন করায় নয়টি ভাটাকে জরিমানা করা হয়।অর্থদণ্ডপ্রাপ্ত ভাটাগুলো হলো উল্লাপাড়া উপজেলার মেসার্স রুহি ব্রিকস, সরকার অ্যান্ড কং আশা ব্রিকস্, সরকার অ্যান্ড কং হার্ট ব্রিকস্ ও মেসার্স রানীনগর ব্রিকস,তাড়াশের মেসার্স নাবিলা ব্রিকস ও মেসার্স মাইশা ব্রিকস এবং রায়গঞ্জের মেসার্স এলিনা ব্রিকস, মেসার্স রাকিব ব্রিকস ও মেসার্স সুপার ব্রিকস।

এর মধ্যে রুহি ব্রিকস ও সুপার ব্রিকসকে সাড়ে চার লাখ টাকা করে এবং বাকি সবগুলো ভাটাকে পাঁচ লাখ টাকা করে জরিমানা করা হয়।