মুরাদ খান, মানিকগঞ্জ:
মানিকগঞ্জে হরিরামপুর প্রেসক্লাবের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্টিত হয়েছে। মঙ্গলবার (১১এপ্রিল) বিকেলে উপজেলার ঝিটকা জান্নাত রেষ্ঠুরেন্টে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হরিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহরিয়ার রহমান।
হরিরামপুর প্রেসক্লাবের সভাপতি আনোয়ার চৌধুরীর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হরিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা স্বপন কুমার আদিত্য, মানিকগঞ্জ জেলা প্রেসক্লাবের সভাপতি আমিনুল ইসলাম, সাধারণ সম্পাদক এস.এম নুরুজ্জামান।
আরো উপস্থিত ছিলেন, হরিরামপুর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আবুল বাশার সবুজ, বর্তমান ভাইস চেয়ারম্যান আজিম, উপজেলা যুবলীগের যুগ্ন আহ্বায়ক মোল্লা ফরিদ, হরিরামপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মানিকুর রহমান, মানিকগঞ্জ জেলা প্রেসক্লাবের কার্যকরী সদস্য মুরাদ খান ও উপজেলারদ প্রেসক্লাবের সাংবাদিক ও সুধীজন প্রমুখ।