
সেলিম রেজা, সিরাজগঞ্জ প্রতিনিধি:
সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে ট্যাবলেট বিতরণ করা হয়েছে। বুধবার (১২ এপ্রিল) দুপুরে উপজেলা প্রশসন ও উপজেলা পরিসংখ্যান অফিসের আয়োজনে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এই বিতরণী কার্যক্রম অনুষ্ঠিত হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শিবানী সরকারের সভাপতিত্বে ও পরিসংখ্যান কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুনের সঞ্চলনায় প্রধান অতিথি ছিলেন সিরাজগঞ্জ-৫ বেলকুচি-চৌহালী আসনের সংসদ সদস্য ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুল মমিন মন্ডল।
থানার অফিসার ইনচার্জ আসলাম হোসেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ইউসুফ আলী শেখ, বেলকুচি প্রেসক্লাবের সভাপতি গাজী সাইদুর রহমানসহ আরো অনেকেই বক্তব্য রাখেন।