ajkertarunkantho
ঢাকাবৃহস্পতিবার , ১৩ এপ্রিল ২০২৩
  1. অপরাধ-দুর্নীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস ঐতিহ্য
  5. ইসলাম ও জীবন
  6. কৃষি সমাচার
  7. খেলাধুলা
  8. জনদুর্ভোগ
  9. জাতীয়
  10. ধর্ম ও সংস্কৃতি
  11. প্রবাস সমাচার
  12. বাণিজ্য
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

স্ত্রীর কু-পরামর্শে ঘুমন্ত ভাইকে জবাই করে হত্যা; আসামি গ্রেফতার

নিউজ রুম
এপ্রিল ১৩, ২০২৩ ১১:৪০ পূর্বাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রদিবেদক:

মানিকগঞ্জের সিংগাইরে ভাইয়ের হাতে ভাই নৃশংস ভাবে খুন হওয়া মামলার মূল আসামী ঘাতক রোমান (২৪)-কে গ্রেফতার করেছেন সিংগাইর থানা পুলিশের একটি চৌকস দল।

বৃহস্পতিবার ( ১৩ এপ্রিল) ভোর রাতে সিংগাইর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা সৈয়দ মিজানুর ইসলামের সার্বিক সহযোগিতায় সিংগাইর থানা পুলিশের একটি ফোর্স গোপন সংবাদের সূত্র ধরে ঢাকার শ্যামলি এলাকায় অভিযান চালিয়ে ভোরে রায়হান হত্যা মামলার আসামিকে গ্রেফতার করা হয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামী মো. রোমান হোসেন তাহার স্ত্রী ফিহা আক্তারের কু-পরামর্শে ও অজ্ঞাতনামা আসামীদের সাথে পরষ্পর যোগসাজশে পূর্ব পরিকল্পিতভাবে ধারালো ছুরি দ্বারা ঘুমন্ত আপন বড় ভাই আবু রায়হান(২৬)-কে নিজ শয়নকক্ষে জবাই করে হত্যা করেন বলে ঘটনা স্বীকার করে।

উল্লেখ গত রবিবার রাতে উপজেলার জয়মন্টপ ইউনিয়নের ভাকুম গ্রামের ফকির পাড়া এলাকার শাহজাহানের বড় ছেলে স্থানীয়একটি এনজিও কর্মী রায়হান পারিবারিক কলহের জেরে পাষান্ড ছোট ভাইয়ের হাতে ঘুমন্ত অবস্থায় নৃশংস ভাবে খুন হন।

ঐ খুনের মামলায় পালিয়ে থাকা আসামি রোমানকে অবশেষে চার দিন পর পুলিশের হাতে গ্রেফতার হন।