ajkertarunkantho
ঢাকাশুক্রবার , ১৪ এপ্রিল ২০২৩
  1. অপরাধ-দুর্নীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস ঐতিহ্য
  5. ইসলাম ও জীবন
  6. কৃষি সমাচার
  7. খেলাধুলা
  8. জনদুর্ভোগ
  9. জাতীয়
  10. ধর্ম ও সংস্কৃতি
  11. প্রবাস সমাচার
  12. বাণিজ্য
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

লালমনিরহাটের বড়বাড়িতে বিএনপি’র অবস্থান কর্মসূচি

নিউজ রুম
এপ্রিল ১৪, ২০২৩ ৩:৫০ অপরাহ্ণ
Link Copied!

মো. বিপুল ইসলাম, স্টাফ রিপোর্টার:

দ্রব্যমূল্যের উর্ধ্বগতি বিএনপি’র পূর্ব ঘোষিত ১০ দফা দাবি বাস্তবায়ন ও খালেদা জিয়াসহ সকল নেতাকর্মীর মুক্তির দাবীতে- অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে লালমনিরহাট সদরের বড়বাড়িতে।

উক্ত কর্মসূচি শুক্রবার(১৪ এপ্রিল) বড়বাড়ী ইউনিয়ন বিএনপি’র আয়োজনে বড়বাড়ী বাজারে বিকেল ৪টা থেকে ৬টা পর্যন্ত এ অবস্থান কর্মসূচী অনুষ্ঠিত হয়।

কর্মসূচীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক এবং লালমনিরহাট জেলা বিএনপি’র সভাপতি আসাদুল হাবিব দুলু, তিনি তার বক্তব্যে নিরপেক্ষ সরকারের দাবি জানিয়েছেন এবং সরকারের বিভিন্ন দিক নিয়ে সমালোচনা করেন সেই সাথে ১০ দফা দাবি আদাইয়ে কঠোর হুশিয়ারি দেন।অবস্থান কর্মসূচিতে আরো উপস্থিত ছিলেন, লালমনিরহাট সদর উপজেলা বিএনপি’র সভাপতি একেএম মমিনুল হক,লালমনিরহাট জেলা ছাত্রদলের সভাপতি নাজমুল হুদা লিমন, যুগ্ম সাধারণ সম্পাদক এবিএম ফারুক সিদ্দিকী, জেলা যুবদলের সাধারণ সম্পাদক হাসান আলী, লালমনিরহাট পৌর বিএনপির সভাপতি মো. আফজাল হোসেন প্রমুখসহ জেলা এবং উপজেলা পর্যায়ে নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

অবস্থান কর্মসূচি শেষে দোয়া ও ইফতার মাহফিলের মধ্যে দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা হয়।