মানিকগঞ্জ প্রতিনিধি:
মানিকগঞ্জ পৌর যুবলীগের আহ্বায়ক পদপ্রার্থী সাবেক ছাত্রলীগ নেতা মোস্তাফিজুর রহমান বিপুল।
সোমবার (১৭ এপ্রিল) দুপুর ১২ টার দিকে মানিকগঞ্জ জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে জেলা যুবলীগের যুগ্ন আহ্বায়ক মাহবুবুর রহমান জনির হাতে সিভি জমা দেন বিপুল।
উল্যেক্ষ্য এর আগে মোস্তাফিজুর রহমান বিপুল জেলা ছাত্রলীগের যুগ্ন সাধারণ সম্পাদক ও সরকারি দেবেন্দ্র বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে অত্যন্ত সুনামের সাথে দায়িত্ব পালন করেছে। বর্তমানে সক্রিয় ভাবে যুবলীগের রাজনীতির সাথে জড়িয়ে কাজ করে যাচ্ছে।
পৌর যুবলীগের আহ্বায়ক পদপ্রার্থী মোস্তাফিজুর রহমান বিপুল বলেন, বিএনপি জোট সরকারের আমল থেকে মামলা হামলা উপেক্ষা করে জেলা ছাত্রলীগের জন্য নিবেদিত ভাবে কাজ করেছি। কখন দলীয় পরিচয় দিয়ে এই শহরে প্রভাব বিস্তার করিনি। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের আর্দশে দীর্ঘদিন ছাত্রলীগের সাথে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছি। জননেত্রী শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশ গড়ার প্রত্যয়ে যুবলীগের রাজনীতির সাথে নিজেকে জড়িয়ে রেখেছি। দলের প্রতিটি মিছিলি মিটিং সহ সকল কাজে নিরলসভাবে নিজের দায়িত্ব পালন করার চেষ্টা করছি।