
নিজস্ব প্রতিবেদক:
ধাওয়াপাড়া জৌকড়া (রাজবাড়ী) নাজিরগঞ্জ (সুজানগর,পাবনা) নৌ রুটের ঘাট ও ফেরির লুজ যাত্রীদের ভাড়া আদায়ের ইজারা পেয়েছে মের্সাস ফিয়াদ এন্টারপ্রাইজ।
সোমবার (১৭ এপ্রিল) সকালে নাজিরগঞ্জ ফেরিঘাট এলাকায় ফেরির লুজ যাত্রীদের নিকট হতে ভাড়া আদায়ের শুভ উদ্ধোধন করা হয়েছে।
উলেক্ষ্য বিআইডব্লিউটিসি’র শর্ত অনুযায়ী মের্সাস ফিয়াদ এন্টারপ্রাইজ ধাওয়াপাড়া জৌকড়া (রাজবাড়ী) নাজিরগঞ্জ (সুজানগর পাবনা) নৌ রুটের বিভিন্ন ফেরি ঘাটে চলাচলরত বাস, কোচ, মাইক্রোবাস, ট্রাক,পিকআপ,কার এবং জীপসহ সকল প্রকার যানবাহনের বৈধ ও টিকেটধারী যাত্রী ব্যতিত সকল প্রকার লুজ যাত্রীদের হতে ৩০ টাকা করে ভাড়া আদায় করতে পারিবে।
মের্সাস ফিয়াদ এন্টারপ্রাইজের সত্বাধিকারী ফুয়াদ রহমান খান বলেন, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্পোরেশন (বিআইডব্লিউটিসি’র) সকল নিয়ম কানুন মেনে ভাড়া আদায় করা হবে। যাত্রীদের সাথে শুভনীয় আচার আচরণ দিয়েই ভাড়া নেয়া হবে। লক্ষ্য উদ্দেশ্য যাত্রীদের সেবা করা।