১০:৫৫ অপরাহ্ন, রবিবার, ০৮ সেপ্টেম্বর ২০২৪, ২৪ ভাদ্র ১৪৩১ বঙ্গাব্দ

মানিকগঞ্জে হিন্দুদের মন্দির পাহারায় আলেম সমাজ

তরুণকণ্ঠ ডেস্ক

মানিকগঞ্জে সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিতে তাদের ধর্মীয় প্রতিষ্ঠান পাহারা দিয়ে যাচ্ছে স্থানীয় আলেম সমাজ।

মানিকগঞ্জ শহরের শ্রী শ্রী আনন্দময়ী কালি মন্দির, লক্ষ্মী মণ্ডপ ও শ্রী শ্রী শিব মন্দিরসহ বিভিন্ন মন্দিরে দিন রাত্রি পাহারা দিচ্ছে স্থানীয় আলেম সমাজ ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন।

শ্রী শ্রী আনন্দময়ী কালি মন্দিরের পুরোহিত প্রধান পুরোহিত কানু গোস্বামী বলেন, আমরা এখানে নিরাপদে ভয়হীনভাবে পূজা করছি। নির্বিঘ্নে আমাদের ধর্মীয় কাজ-কর্ম চালিয়ে যাচ্ছি। কোন ধরনের নিরাপত্তা সংকট নেই। তারপরেও এখানে মাদ্রাসার ছাত্র, স্থানীয় আলেম সমাজ ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা এসে গেটে বসে থেকে আমাদেরকে নিরাপত্তা দিচ্ছেন। আমরা খুব ভালো আছি। কোন সমস্যা নেই। আমরা স্বস্তিতে আছি। আমরা সবাই মিলে একসাথে থাকতে চাই।

দারুল উলুম মাদরাসার প্রিন্সিপাল হাফেজ মাওলানা উবায়দুল্লাহ বলেন, ৫ আগস্ট ক্ষমতাসীন দলের শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছাড়ার পর দেশে বিভিন্ন এলাকায় নৈরাজ্য চালায় একটি চক্র। এতে সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধন নষ্ট হওয়ার আশংকা দেখা দিলে, ছাত্র জনতার পাশাপাশি আলেম উলামা সমাজ এগিয়ে এসে সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধন রক্ষায় কাজ করছেন।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন মানিকগঞ্জের অন্যতম সমন্বয়ক রমজান মাহমুদ বলেন, আমাদের পক্ষ থেকে কমিটি করে দিয়েছি। আমাদের ছাত্র ভাইয়েরা রাত জেগে মন্দির পাহারা দিচ্ছে। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত আমাদের কার্যক্রম অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

প্রকাশকাল : ০৩:১২:১৩ অপরাহ্ন, রবিবার, ১১ অগাস্ট ২০২৪
২২০ Time View

মানিকগঞ্জে হিন্দুদের মন্দির পাহারায় আলেম সমাজ

প্রকাশকাল : ০৩:১২:১৩ অপরাহ্ন, রবিবার, ১১ অগাস্ট ২০২৪

মানিকগঞ্জে সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিতে তাদের ধর্মীয় প্রতিষ্ঠান পাহারা দিয়ে যাচ্ছে স্থানীয় আলেম সমাজ।

মানিকগঞ্জ শহরের শ্রী শ্রী আনন্দময়ী কালি মন্দির, লক্ষ্মী মণ্ডপ ও শ্রী শ্রী শিব মন্দিরসহ বিভিন্ন মন্দিরে দিন রাত্রি পাহারা দিচ্ছে স্থানীয় আলেম সমাজ ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন।

শ্রী শ্রী আনন্দময়ী কালি মন্দিরের পুরোহিত প্রধান পুরোহিত কানু গোস্বামী বলেন, আমরা এখানে নিরাপদে ভয়হীনভাবে পূজা করছি। নির্বিঘ্নে আমাদের ধর্মীয় কাজ-কর্ম চালিয়ে যাচ্ছি। কোন ধরনের নিরাপত্তা সংকট নেই। তারপরেও এখানে মাদ্রাসার ছাত্র, স্থানীয় আলেম সমাজ ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা এসে গেটে বসে থেকে আমাদেরকে নিরাপত্তা দিচ্ছেন। আমরা খুব ভালো আছি। কোন সমস্যা নেই। আমরা স্বস্তিতে আছি। আমরা সবাই মিলে একসাথে থাকতে চাই।

দারুল উলুম মাদরাসার প্রিন্সিপাল হাফেজ মাওলানা উবায়দুল্লাহ বলেন, ৫ আগস্ট ক্ষমতাসীন দলের শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছাড়ার পর দেশে বিভিন্ন এলাকায় নৈরাজ্য চালায় একটি চক্র। এতে সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধন নষ্ট হওয়ার আশংকা দেখা দিলে, ছাত্র জনতার পাশাপাশি আলেম উলামা সমাজ এগিয়ে এসে সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধন রক্ষায় কাজ করছেন।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন মানিকগঞ্জের অন্যতম সমন্বয়ক রমজান মাহমুদ বলেন, আমাদের পক্ষ থেকে কমিটি করে দিয়েছি। আমাদের ছাত্র ভাইয়েরা রাত জেগে মন্দির পাহারা দিচ্ছে। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত আমাদের কার্যক্রম অব্যাহত থাকবে।