সিকদার শামিম আল মামুন, মানিকগঞ্জ:
স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বৃহস্পতিবার (২০ এপ্রিল) মানিকগঞ্জ সদর উপজেলার গড়পাড়ায় শুভ্র সেন্টারে দরিদ্র মানুষের মাঝে ঈদের শুভেচ্ছা উপহার হিসেবে শাড়ি ও লুঙ্গি বিতরণ করেছেন। এমপি জাহিদ মালেকের নির্বাচনী এলাকায় মোট সারে আট হাজার দরিদ্র মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয় বলে জানান হয়েছে ।
এ সময় স্বাস্থ্য মন্ত্রী তার বক্তব্যে বলেন, মাননীয় প্রধানমন্ত্রী ভিজিএফ কার্ডের মাধ্যমে চাল দিয়েছেন, সেই সাথে কাপড় দেওয়ার ব্যবস্থা করেছে,খাবার-দাবার দেওয়ার ব্যবস্থা করেছে,টাকা দেওয়ার ব্যবস্থা করেছে,ভাতা দেওয়ার ব্যবস্থা করেছে, সরকার দরিদ্র মানুষের জন্যে কাজ করে যাচ্ছেন, যারা বিত্তশালী আছেন সকলেই যার যার এলাকাতে কিছু কিছু করে হলেও যেকোন সাহায্য-সহযোগিতা করবেন যাতে ঈদে দরিদ্র মানুষ পরিবার নিয়ে ভালোভাবে ঈদ উদযাপন করতে পারে।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মানিকগঞ্জ পৌরসভার মেয়র মো. রমজান আলী, জেলা আদালতের পিপি এড. আবদুস সালাম, সদর উপজেলার ইউএনও জ্যোতিশ্বর পাল, গড়পাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আফসার উদ্দিন সরকার প্রমূখ।