০৩:৪৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১২ ডিসেম্বর ২০২৩

কবিতা “প্রতিদিন ঈদ” শেখ আব্দুর রশিদ

প্রতিদিন ঈদ
— শেখ আব্দুর রশিদ
~~~~~~~~~~~~~~~~~~~~~~~
ফেলনা মা চোখের পানি,
চাইনা নতুন জামা পাঞ্জাবী,শেরওয়ানি।
খেতে চাইনা সেমাই, কোর্মা,পোলাও,
কেন মা লজ্জায় তুমি মুখ লুকাও।

তুমি মা একটু হাসো,
বুকে রেখে সারাজীবন ভালোবাসো।
হাসি মাখা মুখটি তোমার,
পৃথিবীর সমস্ত সুখ আমার।

তোমার চোখের একফোঁটা পানি,
দেখতে চাইনা যতদিন আছে জীবনখানি।
প্রতিদিন হয় মা’গো ঈদ আমার,
হাসি মুখটি দেখে তোমার।

তাহলে কেন মা দুঃখ তোমার,
কোন কিছু যে চাইনা আমার।
প্রতিদিন চাই তোমার হাসি মুখ,
প্রতিদিন ঈদ আমার প্রতিদিন সুখ।

কালীগঞ্জে অবহেলিত রাস্তা, ভোগান্তিতে এলাকাবাসী

কবিতা “প্রতিদিন ঈদ” শেখ আব্দুর রশিদ

প্রকাশ : ০৪:১০:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ এপ্রিল ২০২৩

প্রতিদিন ঈদ
— শেখ আব্দুর রশিদ
~~~~~~~~~~~~~~~~~~~~~~~
ফেলনা মা চোখের পানি,
চাইনা নতুন জামা পাঞ্জাবী,শেরওয়ানি।
খেতে চাইনা সেমাই, কোর্মা,পোলাও,
কেন মা লজ্জায় তুমি মুখ লুকাও।

তুমি মা একটু হাসো,
বুকে রেখে সারাজীবন ভালোবাসো।
হাসি মাখা মুখটি তোমার,
পৃথিবীর সমস্ত সুখ আমার।

তোমার চোখের একফোঁটা পানি,
দেখতে চাইনা যতদিন আছে জীবনখানি।
প্রতিদিন হয় মা’গো ঈদ আমার,
হাসি মুখটি দেখে তোমার।

তাহলে কেন মা দুঃখ তোমার,
কোন কিছু যে চাইনা আমার।
প্রতিদিন চাই তোমার হাসি মুখ,
প্রতিদিন ঈদ আমার প্রতিদিন সুখ।