আতিকুর রহমান, ফ্রান্স প্রতিনিধি:
ফ্রান্সের জনপ্রিয় সংগঠন বিসিএফের আয়োজনে অনুষ্ঠিত হয়ে গেল ঈদ আনন্দমেলা, হাজার হাজার প্রবাসী বাংলাদেশীদের আগমনে আয়োজন স্থল রূপ নেয় মিনি বাংলাদেশে।
দেশীয় নানান খাবার নিয়ে প্রবাসী বাংলাদেশীরা উপস্থিত হন অনুষ্ঠানস্থলে, দলমত নির্বিশেষে সকলের উপস্থিতিতে আনন্দঘনায় পরিবেশ তৈরি হয়।
আয়োজক কমিটির প্রধান এমডি নুর তার facebook বার্তায় বলেন, প্রথমে ধন্যবাদ Embassy of Bangladesh to France (বাংলাদেশ দূতাবাস প্যারিস) কে। দূতাবাসের বেশ কয়েকজন উচ্চ পদস্ত কর্মকতা ছুটে এসেছেন, সাধারণ ফ্রান্স প্রবাসী বাংলাদেশীদের সাথে মিলে মিশে ঈদের আনন্দ কে ভাগাভাগি করেছেন।
ঈদ ফেস্টিভ্যালে উপস্থিত ছিলেন, বাংলাদেশ দূতাবাসের ডিফেন্স এটাশে বিগ্রেডিয়ার জেনারেল মিজানুর রহমান, দূতাবাসের হেড অব চ্যান্সারি ওয়ালিদ বিন কাসিম, দূতাবাসের দ্বিতীয় সচিব শারহাত শাকিল স্যার সহ আরো অনেকে। আমাদের দূতাবাস প্রবাসী বান্ধব এবং ফ্রান্স প্রবাসী বাংলাদেশীদের সুখ-দুঃখ আনন্দ বেদনায় সব সময় পাশে থাকবেন বলে আমাদের প্রত্যাশা।
আরো ধন্যবাদ দিতে চাই, ফ্রান্সের রাজনৈতিক, সামাজিক, সাস্কৃতিক, আঞ্চলিক সংগঠন, সাংবাদিক, ব্যবসায়ী নেতৃবৃন্দকে। আপনারা দেখিয়ে দিলেন, ঈদ আনন্দ উৎসবে দল-মত, ধর্ম -বর্ণ নির্বিশেষে আমরা সবাই এক মোহনায় মিলতে জানি। আপনাদের উপস্থিতি ঈদ ফেস্টিভ্যালকে উজ্জ্বল করেছে।