ajkertarunkantho
ঢাকারবিবার , ২৩ এপ্রিল ২০২৩
  1. অপরাধ-দুর্নীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস ঐতিহ্য
  5. ইসলাম ও জীবন
  6. কৃষি সমাচার
  7. খেলাধুলা
  8. জনদুর্ভোগ
  9. জাতীয়
  10. ধর্ম ও সংস্কৃতি
  11. প্রবাস সমাচার
  12. বাণিজ্য
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন

কক্সবাজারে ভেসে আসা ট্রলারে ১০ জেলের মরদেহ

নিউজ রুম
এপ্রিল ২৩, ২০২৩ ১০:৪৬ পূর্বাহ্ণ
Link Copied!

কক্সবাজার ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার খান খলিলুর রহমান বলেন, প্রতিটি মরদেহের হাত-পা বাঁধা ছিল। হয়তো হত্যার পর মাছ রাখার ফ্রিজ বা বিশেষ যে চেম্বার ট্রলারে রয়েছে সেখানে ঢুকিয়ে রাখে দুর্বৃত্তরা। এটি দুর্ঘটনা নয়।

কক্সবাজারের নাজিরারটেক চ্যানেলে ভেসে আসা একটি ট্রলার থেকে ১০ জেলের মরদেহ উদ্ধার হয়েছে। পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা রোববার বেলা আড়াইটার দিকে মরদেহগুলো উদ্ধার করেছেন।

কক্সবাজার পৌরসভার ১ নম্বর সদস্য আক্তার উদ্দিন কামাল এ তথ্য নিশ্চিত করেছেন।

উদ্ধার কাজ শেষে কক্সবাজার ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার খান খলিলুর রহমান নিউজবাংলাকে বলেন, ট্রলারটি থেকে ১০ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রতিটি মরদেহের হাত-পা বাঁধা ছিল। হয়তো হত্যার পর মাছ রাখার যে ফ্রিজ বা বিশেষ যে চেম্বার ট্রলারে রয়েছে সেখানে ঢুকিয়ে রাখে দুর্বৃত্তরা। এটি নিছক কোনো দুর্ঘটনা নয়।

তিনি জানান, মরদেহগুলো পচে যাওয়ায় পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। উদ্ধারকৃত মরদেহ কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

ঘটনাস্থলে থাকা কক্সবাজারের পুলিশ সুপার মাহফুজুর রহমান বলেন, ‘মরদেহের প্রাথমিক অবস্থা দেখেই বোঝা যাচ্ছে এটি নিছক কোনো দুর্ঘটনা নয়; এটি হত্যাকাণ্ড। কারণ প্রত্যেকের হাত-পা বাঁধা অবস্থায় পাওয়া গেছে।

দুই সপ্তাহ আগে মহেশখালী থেকে ১৬ জন জেলে নিখোঁজ ছিলেন। এসব মরদেহ তাদের কারও কিনা সে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।