সাইফুল ইসলাম সিংগাইর:
মানিকগঞ্জের সিংগাইরে মাহিম (২১) নামে এক মোটর সাইকেল আরোহী নিয়ন্ত্রণ হারিয়ে ছিটকে পড়ে ঘটনাস্থলেই তার মৃত হয়ছে।
গতকাল শুক্রবার দিবাগত রাতে হেমায়েতপুর- সিংগাইর আঞ্চলিক মহাসড়কের ধল্লা ইউনিয়নের মেদুলিয়া ব্রীজের পশ্চিম পাশে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মাহিম সিংগাইর উপজেলার জার্মিত্তা ইউনিয়নের সুদক্ষিরা গ্রামের মো. হাসান মিয়ার ছেলে। সে একটি জুতার কারখানায় চাকুরী করতেন।
পরিবার সূত্রে জানাগেছে মাহিম ৭ মাস আগে বিয়ে করেন। শুক্রবার বিকেলে ১৫০ সিসি এপাচি মোটরসাইকেল নিয়ে একাই ঘুরতে বের হন। এসময় মোটরসাইকেল চাকিয়ে হেমায়েতপুর সিংগাইর মানিকগঞ্জ মহাসড়কের মেদুলিয়া ব্রীজের নিকট পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে ঘটনাস্থলে মার যান। মৃত মাহিমের পরিবারে চলছে কান্নার আহাজারি।
সিংগাইর থানার অফিসার ইনচার্জ সৈয়দ মিজানুর রহমান বলেন- মৃত যুবকের পিতার কোনো অভিযোগ নেই বিধায় তাকে পরিবারের নিকট বুঝিয়ে দেওয়া হয়েছে।