ajkertarunkantho
রবিবার , ৩০ এপ্রিল ২০২৩ | ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ
  1. অপরাধ-দুর্নীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম ও জীবন
  5. কৃষি সমাচার
  6. খেলাধুলা
  7. জনদুর্ভোগ
  8. জাতীয়
  9. ধর্ম ও সংস্কৃতি
  10. প্রবাস সমাচার
  11. বাণিজ্য
  12. বিজ্ঞান ও প্রযুক্তি
  13. বিনোদন
  14. বিশেষ প্রতিবেদন
  15. রাজনীতি

সংযুক্ত আরব আমিরাতে এসএসসি পরীক্ষা দিচ্ছে ৬৭ জন

প্রতিবেদক
নিউজ রুম
এপ্রিল ৩০, ২০২৩ ১২:৪৯ অপরাহ্ণ
আমিরাতে এসএসসি পরীক্ষা দিচ্ছে

শৌখিন মিয়া, ইউএই প্রতিনিধি:

ঢাকা শিক্ষা বোর্ডের অধীনে দেশের সঙ্গে মিল রেখে সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশি দুটি স্কুলে এসএসসি পরীক্ষা শুরু হয়েছে। সোমবার (৩০ এপ্রিল) বাংলাদেশ সময় সকাল ১০টা অর্থাৎ ইউএই সময় সকাল ৮টায় পরীক্ষা শুরু হয়।

বাংলাদেশ দূতাবাসের তত্ত্বাবধানে আবুধাবির শেখ খলিফা বিন জায়েদ বাংলাদেশ স্কুল ও দুবাই বাংলাদেশ কনস্যুলেটের তত্ত্বাবধানে রাস আল খাইমাহ বাংলাদেশ ইংলিশ প্রাইভেট স্কুলে এ পরীক্ষা শুরু হয়। এবার দুটি স্কুল থেকে মোট ৬৭ জন পরীক্ষার্থী অংশ নিয়েছে। এদের মধ্যে বিজ্ঞান বিভাগে ৫৩ জন এবং বাণিজ্য বিভাগে ১৪ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিচ্ছে।

আবুধাবি শেখ খলীফা বিন জায়েদ বাংলাদেশ স্কুলের পরীক্ষা নিয়ন্ত্রক হিসেবে ছিলেন দূতাবাসের কাউন্সিলর (শ্রম) লুৎফুন নাহার এবং রাস আল খাইমাহ বাংলাদেশ ইংলিশ প্রাইভেট স্কুলের পরীক্ষা নিয়ন্ত্রকের দায়িত্বে ছিলেন কনস্যুলেটের মিনিস্টার (শ্রম) ফাতেমা জাহান।

আবুধাবি শেখ খলিফা বিন জায়েদ বাংলাদেশ স্কুলের ভারপ্রাপ্ত অধ্যক্ষ কিরণ আক্তার ও রাস আল খাইমাহ বাংলাদেশ ইংলিশ প্রাইভেট স্কুলের অধ্যক্ষ হাবিবুল্লাহ সকল পরীক্ষার্থীদের সফলতা কামনা করে ভালো ফলাফল করার আশাবাদ ব্যক্ত করেন।

সর্বশেষ - সারাদেশ