ajkertarunkantho
সোমবার , ১ মে ২০২৩ | ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ
  1. অপরাধ-দুর্নীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম ও জীবন
  5. কৃষি সমাচার
  6. খেলাধুলা
  7. জনদুর্ভোগ
  8. জাতীয়
  9. ধর্ম ও সংস্কৃতি
  10. প্রবাস সমাচার
  11. বাণিজ্য
  12. বিজ্ঞান ও প্রযুক্তি
  13. বিনোদন
  14. বিশেষ প্রতিবেদন
  15. রাজনীতি

দেশের উন্নয়নে আমরা সকলেই শ্রমিক; পার্বত্য মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং

প্রতিবেদক
নিউজ রুম
মে ১, ২০২৩ ১১:২৮ পূর্বাহ্ণ

আবুবকর ছিদ্দীক, বান্দরবান জেলা প্রতিনিধি:

শ্রমিকরা দেশের উন্নয়নের মূল চাবিকাঠি,বঙ্গবন্ধুর ঢাকে সাড়া দিয়ে মহান মুক্তিযুদ্ধে প্রথম ঝাপিয়ে পড়েছিলো আমাদের দেশের শ্রমজীবী মানুষ।পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রনালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর আদর্শ কে বুকে ধারণা করে বাংলাদেশ কে উন্নয়নের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে।

এসময় পার্বত্য মন্ত্রী বলেন দেশের উন্নয়নে আমরা সকলেই যে যার অবস্থান হতে শ্রমিক।

সারাবিশ্বে একটি সমৃদ্ধশালী দেশ হিসেবে বাংলাদেশ যেনো মাথা উচু করে দাড়াতে পারে সেই লক্ষ্যেই আমাদের সকলকে দেশের উন্নয়নে যার যার অবস্থান হতে কাজ করে যেতে হবে।

এসময় পার্বত্য মন্ত্রী বলেন ১৮৮৬ খ্রিস্টাব্দে আমেরিকার শিকাগো শহরের হে মার্কেটে নির্মম হত্যাকান্ডে শহিদদের আত্মত্যাগকে স্মরণ করে সারা বিশ্বে আন্তর্জাতিক ভাবে পালিত হয় মে দিবস।

দৈনিক আটঘণ্টার কাজের দাবিতে শ্রমিকরা হে মার্কেটে জমায়েত হয়েছিল। তাদেরকে ঘিরে থাকা পুলিশের প্রতি এক অজ্ঞাতনামার বোমা নিক্ষেপের পর পুলিশ শ্রমিকদের ওপর গুলিবর্ষণ শুরু করে।শ্রমিকদের এই আত্মত্যাগকে স্বরণ করে আজকের এই আয়োজন।

পার্বত্য মন্ত্রী দেশের উন্নয়নে শ্রমিকদের অবদানের কথা তুলে ধরে বলেন প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা শ্রমিকদের উন্নয়নের জন্য,তাদের অধিকার নিশ্চিতে শ্রম নীতি ২০১২ এবং বাংলাদেশ শ্রম বিধি ২০১৫ প্রনয়ন করেছেন।শ্রমিকদের জন্য শ্রমিক কল্যান ফাউন্ডেশন গড়ে তুলেছেন এছাড়া সকল ধরনের স্বার্থ রক্ষায় সরকার সবসময়ই আন্তরিক।

“শ্রমিক-মালিক ঐক্য গড়ি স্মার্ট বাংলাদেশ গড়ে তুলি” এই প্রতিপাদ্য কে সামনে রেখে ১লা মে (সোমবার) বান্দরবান জেলা শ্রমিক লীগের আয়োজনে বর্ণাঢ্য ভাবে পালিত হয়েছে আন্তর্জাতিক শ্রমিক দিবস।
দিবসটি উপলক্ষে সকালে জেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে দলীয় ও জাতীয় পতাকা উত্তোলন এবং র‍্যালী অনুষ্ঠিত হয়েছে।

র‍্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে জেলার বঙ্গবন্ধু মুক্তমঞ্চে এসে শেষ হয়।পরে বঙ্গবন্ধু মুক্তমঞ্চে জেলা শ্রমিক লীগের আয়োজনে আন্তর্জাতিক শ্রমিক দিবসের তাৎপর্যের উপর আলোচনা সভা ও শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রনালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং।

বান্দরবান জেলা শ্রমিক লীগের সভাপতি মোঃ মুসা কোম্পানির সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগ সভাপতি ক্য শৈ হ্লা,জেলা আওয়ামী লীগ সহ-সভাপতি আব্দুর রহিম চৌধুরী,জেলা আওয়ামী লীগ সহ-সভাপতি কাজল কান্তি দাশ,যুগ্ম সাধারণ সম্পাদক লক্ষী পদ দাশ,যুগ্ম-সাধারণ সম্পাদক মোজাম্মেল হক বাহাদুর,পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র সৌরভ দাশ শেখর,জেলা আওয়ামীলীগ সাংগঠনিক সম্পাদক,অজিত কান্তি দাশ,পৌর আওয়ামী লীগ সভাপতি,অমল কান্তি দাস,সেক্রেটারি শামসুল ইসলাম।

এছাড়াও আয়োজিত সমাবেশে অংশগ্রহণ করেন জেলা আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের সিনিয়র নেতৃবৃন্দ এবং বিভিন্ন পর্যায়ের কর্মী সমর্থক,প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ।

সর্বশেষ - সারাদেশ