ajkertarunkantho
মঙ্গলবার , ২ মে ২০২৩ | ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ
  1. অপরাধ-দুর্নীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম ও জীবন
  5. কৃষি সমাচার
  6. খেলাধুলা
  7. জনদুর্ভোগ
  8. জাতীয়
  9. ধর্ম ও সংস্কৃতি
  10. প্রবাস সমাচার
  11. বাণিজ্য
  12. বিজ্ঞান ও প্রযুক্তি
  13. বিনোদন
  14. বিশেষ প্রতিবেদন
  15. রাজনীতি

ফ্রান্সে প্রবাসী সাংবাদিক রেজাউল করিম হৃদরোগে আক্রান্ত হয়ে হসপিটালে

প্রতিবেদক
নিউজ রুম
মে ২, ২০২৩ ১২:৪৪ অপরাহ্ণ
রেজাউল করিম

ফ্রান্স প্রবাসী তরুণ বাংলাদেশী সাংবাদিক রেজাউল করিম মিঠু হৃদরোগে আক্রান্ত হয়ে হসপিটাল বিশায় (Saint Ouen) চিকিৎসাধীন আছেন।

আজ ৬ষ্ঠ দিন হলো আইসিইউতে লাইফ সাপোর্টে আাছে। ডাক্তার জানিয়েছেন, তার হার্ট ট্রান্সপ্লান্ট (পরিবর্তন) করতে হবে। অর্থাৎ অন্য কোনো মানুষের ( মারা যাওয়ার পর ১ ঘন্টার মধ্যে প্রতিস্থাপন করতে হয়) হার্ট তার শরিরে ট্রান্সপ্লান্ট করতে হবে। সেটা অত্যন্ত জটিল ও দুঃসাধ্য।

রেজাউল করিম মিঠুর বাড়ি বাংলাদেশের সাতক্ষীরায়। ফ্রান্সে তার কোনো আত্নীয় নেই। আমরাই তার আত্নীয়। আমরাই তার স্বজন। মাত্র ১ বছরেরও কম সময় হলো সে ফ্রান্সে এসেছে এবং OFPRA থেকে কাগজ পেয়েছে। দেশ থেকে তার মা, স্ত্রী ও ১১ বছরের মেয়েসহ সকল আত্নীয়-স্বজন আপনাদের কাছে দোয়ার দরখাস্ত জানিয়েছেন। আল্লাহ রাব্বুল আল আমিন যেন এই রেমিট্যান্স যোদ্ধাকে দ্রুত সুস্থ করে দেন।

ফ্রান্সে আর্থিকভাবে যারা সচ্ছল নয় তাদের চিকিৎসা সম্পন্ন ফ্রি, কিন্তু সঠিক সময়ে অর্গান পাওয়াটাই কষ্ট।

ফ্রান্সে কখনোই টাকা পয়সার জন্য চিকিৎসা বন্ধ থাকে না, এমনকি জিজ্ঞাসা শেষ হওয়ার আগে কখনো টাকা চাওয়া হয় না।
যদি রাস্তায় পড়ে থাকে এবং কেউ একজন ফোন করে জানিয়ে দেয় তৎক্ষণাৎ অ্যাম্বুলেন্স এসে নিয়ে যায়, অন্যরূপে সুস্থ হওয়ার আগে টাকা পয়সার কোন কথা হয় না।

যে সমস্ত রোগ কখনোই ভালো হয় না যেমন হেপাটাইটিস বি ডায়াবেটিস তারা যদি ফ্রান্সে এসে আশ্রয় দাবি করে তাহলে তাদেরকে আশ্রয় দেওয়া হয়, যারা অসুস্থতার কারণে কর্ম করে খেতে পারে না তাদের জন্য বিশেষ ভাতার ব্যবস্থা আছে।

সর্বশেষ - সারাদেশ