০৫:০৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১২ ডিসেম্বর ২০২৩

অবৈধ পথে ইউরোপ যাত্রা, অতপর নিঃস্ব হয়ে দেশে ফেরত যুবক

আব্দুল আলীম, স্টাফ রিপোর্টার:

স্বপ্নের ইউরোপ যাত্রা এবং সেই সাথে ভয়ংকর সব পরিস্থিতির মোকাবেলা করে কেউ কেউ সফল হলেও অনেকে সেই পরিস্থিতির সাথে পেরে উঠতে না পেরে মৃত্যু বরন করছে। আবার কেউ কেউ এই প্রলোভনে পড়ে নিজের সর্বস্ব হারানোর ঘটনা প্রায়ই ঘটছে। আর পুরো ফায়দা লুটে নিচ্ছে এক শ্রেনির দালাল চক্র। তারা সাধারন মানুষের কাছ থেকে বড় অংকের টাকা হাতিয়ে নেওয়ার পাশাপাশি এসব মানুষ গুলোকে ঠেলে দিচ্ছে মৃত্যুর মুখে। এমনই এক ঘটনা ঘটেছে সিলেট জেলার সুরঞ্জিতে সাথে।

জানা যায়, ইউরোপ পাড়ি দেওয়ার স্বপ্নে বিভোর হয়ে বাড়ি ছেড়েছিলেন সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার ঘিলাছড়া ইউনিয়নের বাদেদেউলী গ্রামের যুবক সুরঞ্জিত চন্দ্র দাস। কিন্তু দালালের খপ্পরে পড়ে ফিকে হয়ে গেছে তার সেই স্বপ্ন, কিরগিজস্তানে গিয়ে চরম বিপদে পড়তে হয়েছে তাকে। অবশেষে অনেকটা নিঃস্ব হয়ে খালি হাতে সুরঞ্জিতকে ফিরতে হয়েছে বাড়ি।

সে জানায়, কিরগিজস্তানের রাজধানী বিসকেকের মানাস বিমানবন্দর থেকে গত শুক্রবার স্থানীয় সময় ভোর সাড়ে ৪টার দিকে এয়ার অ্যারাবিয়ার একটি ফ্লাইটে উড়াল দিয়ে সুরঞ্জিত সংযুক্ত আরব আমিরাতের শারজাহ বিমানবন্দরে এসে পৌঁছান দুবাইয়ের স্থানীয় সময় ভোর ৫টায়।

পরে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে শনিবার দুপুর ১২টায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান তিনি। দেশে থাকা পরিবারের লোকজনের কাছ থেকে ধার-দেনা করে বিমানের টিকেট করে দেশে আসেন এই যুবক।

সুরঞ্জিত বলেন, ইউরোপের পোল্যান্ড নেওয়ার কথা বলে রুহেল আহমদ নামের এক দালাল আমার কাছ থেকে ছয় লাখ টাকা নেয়। প্রথমে তুরস্ক পরে কিরগিজস্তানে নেয়ার পর তিনি ইউক্রেনের ভিসা লাগাবে বলে আমাকে এখানে রেখে দুবাই চলে যান।

এরপর তার সাথে অনেক ভাবে যোগাযোগ করার চেষ্টা করি, কিন্তু সম্ভব হয়নি। লাপাত্তা হয়ে যায় রুহেল।

এরপর থেকে কিরগিজস্তানে খেয়ে না খেয়ে দুর্বিষহ জীবন কাটিয়েছি। এক পর্যায়ে বাধ্য হয়ে নিঃস্ব অবস্থায় দেশে ফিরে আসতে হয়। দুবাই থেকে দেশে আসার মতো কোনো টাকা পয়সা ছিলোনা। আত্বীয় স্বজনদের কাছ থেকে নিয়ে টিকেট কেটে একেবারে নিঃস্ব অবস্থায় দেশে ফিরে আসি। তার ভাষ্যমতে, এতো টাকা দিয়ে অবৈধ পথে ইউরোপ যাওয়ার চিন্তা বাদ দিয়ে দেশেই কিছু একটা করতে পারলে সেটাই ভালো হতো।

কালীগঞ্জে অবহেলিত রাস্তা, ভোগান্তিতে এলাকাবাসী

অবৈধ পথে ইউরোপ যাত্রা, অতপর নিঃস্ব হয়ে দেশে ফেরত যুবক

প্রকাশ : ০২:৩৫:০৯ অপরাহ্ন, রবিবার, ৭ মে ২০২৩

আব্দুল আলীম, স্টাফ রিপোর্টার:

স্বপ্নের ইউরোপ যাত্রা এবং সেই সাথে ভয়ংকর সব পরিস্থিতির মোকাবেলা করে কেউ কেউ সফল হলেও অনেকে সেই পরিস্থিতির সাথে পেরে উঠতে না পেরে মৃত্যু বরন করছে। আবার কেউ কেউ এই প্রলোভনে পড়ে নিজের সর্বস্ব হারানোর ঘটনা প্রায়ই ঘটছে। আর পুরো ফায়দা লুটে নিচ্ছে এক শ্রেনির দালাল চক্র। তারা সাধারন মানুষের কাছ থেকে বড় অংকের টাকা হাতিয়ে নেওয়ার পাশাপাশি এসব মানুষ গুলোকে ঠেলে দিচ্ছে মৃত্যুর মুখে। এমনই এক ঘটনা ঘটেছে সিলেট জেলার সুরঞ্জিতে সাথে।

জানা যায়, ইউরোপ পাড়ি দেওয়ার স্বপ্নে বিভোর হয়ে বাড়ি ছেড়েছিলেন সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার ঘিলাছড়া ইউনিয়নের বাদেদেউলী গ্রামের যুবক সুরঞ্জিত চন্দ্র দাস। কিন্তু দালালের খপ্পরে পড়ে ফিকে হয়ে গেছে তার সেই স্বপ্ন, কিরগিজস্তানে গিয়ে চরম বিপদে পড়তে হয়েছে তাকে। অবশেষে অনেকটা নিঃস্ব হয়ে খালি হাতে সুরঞ্জিতকে ফিরতে হয়েছে বাড়ি।

সে জানায়, কিরগিজস্তানের রাজধানী বিসকেকের মানাস বিমানবন্দর থেকে গত শুক্রবার স্থানীয় সময় ভোর সাড়ে ৪টার দিকে এয়ার অ্যারাবিয়ার একটি ফ্লাইটে উড়াল দিয়ে সুরঞ্জিত সংযুক্ত আরব আমিরাতের শারজাহ বিমানবন্দরে এসে পৌঁছান দুবাইয়ের স্থানীয় সময় ভোর ৫টায়।

পরে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে শনিবার দুপুর ১২টায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান তিনি। দেশে থাকা পরিবারের লোকজনের কাছ থেকে ধার-দেনা করে বিমানের টিকেট করে দেশে আসেন এই যুবক।

সুরঞ্জিত বলেন, ইউরোপের পোল্যান্ড নেওয়ার কথা বলে রুহেল আহমদ নামের এক দালাল আমার কাছ থেকে ছয় লাখ টাকা নেয়। প্রথমে তুরস্ক পরে কিরগিজস্তানে নেয়ার পর তিনি ইউক্রেনের ভিসা লাগাবে বলে আমাকে এখানে রেখে দুবাই চলে যান।

এরপর তার সাথে অনেক ভাবে যোগাযোগ করার চেষ্টা করি, কিন্তু সম্ভব হয়নি। লাপাত্তা হয়ে যায় রুহেল।

এরপর থেকে কিরগিজস্তানে খেয়ে না খেয়ে দুর্বিষহ জীবন কাটিয়েছি। এক পর্যায়ে বাধ্য হয়ে নিঃস্ব অবস্থায় দেশে ফিরে আসতে হয়। দুবাই থেকে দেশে আসার মতো কোনো টাকা পয়সা ছিলোনা। আত্বীয় স্বজনদের কাছ থেকে নিয়ে টিকেট কেটে একেবারে নিঃস্ব অবস্থায় দেশে ফিরে আসি। তার ভাষ্যমতে, এতো টাকা দিয়ে অবৈধ পথে ইউরোপ যাওয়ার চিন্তা বাদ দিয়ে দেশেই কিছু একটা করতে পারলে সেটাই ভালো হতো।