মানিকগঞ্জ প্রতিনিধি:
মানিকগঞ্জের সদর উপজেলা যুবলীগের আহ্বায়ক পদপ্রার্থী হিসেবে জীবন বৃত্তান্ত জমা দিয়েছে কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সদস্য ইরাদ কৌরাইশি ইমন।
সোমবার ( ৮ মে) দুপুর ২ টার দিকে মানিকগঞ্জ জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে জেলা যুবলীগের আহ্বায়ক আব্দুর রাজ্জাক রাজা ও যুগ্ম আহ্বায়ক মাহবুবুর রহমান জনির হাতে জীবন বৃত্তান্ত জমা দেন সাবেক ছাত্রলীগ নেতা ইমন।
এর আগে মানিকগঞ্জের গড়পাড়া নিজ বাড়ি থেকে প্রায় ৫ শতাধিক নেতাকর্মীর মোটরসাইকেল বহর নিয়ে তিনি দলীয় কার্যালয়ে বর্তমান সরকারের বিভিন্ন উন্নয়ন মূলক কার্যক্রম নিয়ে স্লোগানে মুখরিত করে তুলে ছাত্রলীগ নেতা ইমন।
উল্যেক্ষ্য ইরাদ কৌরাইশি ইমন সাবেক মানিকগঞ্জ জেলা ছাত্রলীগের বিজ্ঞান ও তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক ও কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছে। বর্তমানে যুবলীগের সাথে সক্রিয় ভাবে রাজনীতি করছে। এছাড়া মানিকগঞ্জ সদর উপজেলা কমিউনিটি পুলিশিং ফোরামের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করে যাচ্ছে।
মানিকগঞ্জ সদর উপজেলা যুবলীগের আহ্বায়ক পদপ্রার্থী ইরাদ কৌরাইশি ইমন বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও মানিকগঞ্জ সাটুরিয়ার উন্নয়নের রুপকার মাননীয় স্বাস্থ্য আলহাজ্ব জাহিদ মালেক স্বপনের হাতকে শক্তিশালী করতে সদর উপজেলা যুবলীগের প্রতিটি ইউনিটকে শক্তিশালী করে গঠন করা হবে। জাতীয় সংসদ সদস্য নির্বাচনে সদর উপজেলা যুবলীগের নেতাকর্মীদের নিয়ে সক্রিয় ভাবে রাজপথে অগ্রনী ভূমিকা পালন করবে। বিএনপি জামাত শিবিরের নেতাকর্মীদের প্রতিহত করতে সদর উপজেলা যুবলীগ অঙ্গীকারবদ্ধ হয়ে কাজ করবে।
এছাড়া মাদক সন্ত্রাস চাঁদাবাজ মুক্ত একটি দক্ষ সংগঠন গড়ে তুলতে নিরলস চেষ্টা করবো। তিনি আরো বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আর্দশ বুকে ধারন করে দীর্ঘ ছাত্রলীগের রাজনীতি করেছি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে সবসময় অসহায় জনগোষ্ঠীর পাশে দাড়িয়েছি।