ajkertarunkantho
ঢাকাবুধবার , ১০ মে ২০২৩
  1. অপরাধ-দুর্নীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস ঐতিহ্য
  5. ইসলাম ও জীবন
  6. কৃষি সমাচার
  7. খেলাধুলা
  8. জনদুর্ভোগ
  9. জাতীয়
  10. ধর্ম ও সংস্কৃতি
  11. প্রবাস সমাচার
  12. বাণিজ্য
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন

সাটুরিয়ায় জমি নিয়ে দ্বন্দ্বে সন্ত্রাসী হামলা, জামিনে মুক্ত হয়ে আবারো হত্যার হুমকি

নিউজ রুম
মে ১০, ২০২৩ ৩:২০ অপরাহ্ণ
Link Copied!

মানিকগঞ্জ প্রতিনিধি:

আদালত থেকে জামিনে মুক্ত হয়ে আবারো সন্ত্রাসী হামলা ও জানে মেরে ফেলার হুমকি দিচ্ছে সাটুলিয়া উপজেলার দিল্লি গ্রামের রমেন সূত্রধরের পুত্র চন্দন সূত্রধর।

জানা গেছে, জমি- জমা সংক্রান্ত বিরোধের জেরে গত ৪ মে দুপুরে সাটুলিয়া উপজেলার দিল্লি গ্রামের রমেন সূত্রধরের ছেলে সুমন সূত্রধর ও চন্দন সূত্রধর এবং তাদের সশস্ত্র সহযোগীরা প্রকাশ্যে প্রতিবেশী মৃত সদেব বিশ্বাসের ছেলে বিকাশ বিশ্বাসের বাড়িতে অতর্কিত হামলা চালায়। এতে বিকাশ বিশ্বাস ও তার মা দিপালী বিশ্বাস গুরুতর আহত হন। সন্ত্রাসীদের হারালো অস্ত্রের আঘাতে বিকাশের মাথা, হাত ও পা সহ শরীরের বিভিন্ন অঙ্গে গুরুতর জখম হয়। সন্ত্রাসীরা বিকাশের মা দিপালী বিশ্বাসের উপর শারীরিক নির্যাতন চালিয়ে বিবস্ত্র করে। লুটে নেয় স্বর্ণালঙ্কার। প্রকাশ্য দিবালোকে দেশীয় অস্ত্র- সস্ত্রে সজ্জিত হয়ে এমন হামলায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। আহতদের ডাক-চিৎকারে গ্রামবাসীরা এগিয়ে আসলে সন্ত্রাসীরা নানা হুমকি দিয়ে সটকে পড়ে। তাদের মুমূর্ষু অবস্থায় স্থানীয় কর্ণেল মালেক মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

এ বিষয়ে গুরুতর আহত বিকাশ বিশ্বাসের ভাই বাসুদেব বিশ্বাস বাদী হয়ে ৭ জনকে আাসামী করে সাটুরিয়া থানায় মামলা রুজু করলে (সাটুরিয়া থানার মামলা নং ৫/ তারিখ ৬/৫/২৩) পুলিশ তাৎক্ষণিকভাবে এজাহার নামীয় ৩ আসামীকে গ্রেফতার করে মানিকগঞ্জের বিজ্ঞ সিনিযর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট (আমলী আাদালত) আদালতে প্রেরণ করেন।

বিজ্ঞ আাদালত আসামি সুমন সূত্রধর (২৮) ও রমেন সূত্রধর (৪৫) এর জামিন আবেদন খারিজ করে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন। জামিনে মুক্ত হয় চন্দন সূত্রধর।

বিকাশ বিশ্বাস জানান, চন্দন সূত্রধর জামিনে মুক্ত হয়ে আমাকে ও আমার পরিবারের উপর চাঁদে মেরে ফেলা সহ নানা হুমকি অব্যাহত রেখেছি। মামলা প্রত্যাহার না করলে আমাকে ও আমার পরিবারের উপর আবারো হামলা চালানো হবে বডি ডর ভয় দেখাচ্ছে। আমি পরিবার-পরিজন নিয়ে চরম নিরাপত্তাহীনতায় ভুগছি।

সাটুরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) সুকুমার বিশ্বাস জানান, জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে বিকাশ বিশ্বাস ও তার মা দীপালি বিশ্বাসের উপর সন্ত্রাসী হামলা চালানো হয়। অভিযোগ দায়েরের পর আসামিদের গ্রেফতার করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। এসআই মোক্তার হোসেন মামলাটি তদন্ত করছেন।