মানিকগঞ্জ:
“পরিবেশের ভারসাম্য রক্ষা করি, কার্বন নিরপেক্ষ জীবন গড়ি” এই স্লোগানক সামনে রেখে বেসরকারি উন্নয়ন সংস্থা বারসিক ও সেচ্ছাসেবী সংগঠন মানবিক কণ্যা এর যৌথ আয়োজনে আজ মানিকগঞ্জে পৌরসভাধীন সেওতা কবরস্থান সংলগ্ন গার্ডিয়ান ক্লাব মিলনায়তনে সকাল থেকে বিকেল পর্যন্ত জলবায়ু পরিবর্তন ও প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় যুব সমাজের ভূমিকা শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সংগঠনের আহবায়ক বৃষ্টি চক্রবর্তীর সভাপতিত্বে ও যুব সহায়ক মিজানুর রহমান হৃদয়ের সঞ্চালনায় কর্মসূচীর লক্ষ্য উদ্দেশ্য ধারণাপত্রসহ সহায়কের ভূমিকা পালন করেন বারসিক প্রকল্প কর্মকর্তা মো. নজরুল ইসলাম।
কর্মশালায় সেশন ভিত্তিক আলোচনা ও বিষয়ভিত্তিক গ্রুপ ওয়ার্কে আরও অংশগ্রহণ করেন শিক্ষার্থী ইতি আক্তার, মৌসুমি আক্তার, সুমাইয়া খন্দকার মেঘলা প্রমুখ।
আলোচনায় আমাদের প্রাণ প্রকৃতি পরিবেশ সুরক্ষা ও জলবায়ু পরিবর্তন মোকাবিলায় শিল্প সাহিত্য বিজ্ঞান ও সাংস্কৃতিক চর্চার ওপর জোর দেয়ার আহবান জানানো হয়।