ajkertarunkantho
ঢাকাসোমবার , ১৫ মে ২০২৩
  1. অপরাধ-দুর্নীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস ঐতিহ্য
  5. ইসলাম ও জীবন
  6. কৃষি সমাচার
  7. খেলাধুলা
  8. জনদুর্ভোগ
  9. জাতীয়
  10. ধর্ম ও সংস্কৃতি
  11. প্রবাস সমাচার
  12. বাণিজ্য
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন

নওগাঁর নিয়ামতপুরে বিশ্ব মা দিবস যথাযোগ্য মর্যাদায় পালন

নিউজ রুম
মে ১৫, ২০২৩ ১২:৪০ অপরাহ্ণ
Link Copied!

মো. আল মাহমুদ, নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি:

নওগাঁর নিয়ামতপুরে মা’সহ গুরু জনদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বিশ্ব মা দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে ১৫ মে সোমবার সকাল সাড়ে ১০টায় উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তর আলোচনা সভার আয়োজন করে।

উপজেলা পরিষদের সভা কক্ষে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য দেন- উপজেলা পরিষদ চেয়ারম্যান ফরিদ আহমেদ। এ সময় তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী মানবতার জননী আমাদের মায়েদের জন্য অনেক কিছুই করেছেন। এক সময় ল্যাক্টেটিং মাদার কর্মসূচি করেছিলেন এবং পরে মা ও শিশুদের জন্য ভর্তুকি দিয়ে এক বিশেষ কর্মসূচি বাস্তবায়ন করছেন। আমরা যেমন আমাদের মাকে ভালোবাসব তেমনি আমাদের দেশ মাতৃকাকে ও ভালোবাসব। আমাদের খেয়াল রাখতে হবে সমাজে যেন আর কোনো বাল্য বিবাহ না হয়।

উপজেলা নির্বাহী অফিসার ইমতিয়াজ মোরশেদের সভাপতিত্বে সূচনা বক্তব্যে মা দিবসের ইতিহাস ও তাৎপর্য তুলে ধরেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা (অতিরিক্ত) মোসাঃ আমেনা বেগম, বিশেষ অতিথির বক্তব্য দেন, উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ্ব আইয়ুব হোসাইন মন্ডল, মহিলা ভাইস চেয়ারম্যান মোসাঃ নাদিরা বেগম।