ajkertarunkantho
ঢাকাবুধবার , ১৭ মে ২০২৩
  1. অপরাধ-দুর্নীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস ঐতিহ্য
  5. ইসলাম ও জীবন
  6. কৃষি সমাচার
  7. খেলাধুলা
  8. জনদুর্ভোগ
  9. জাতীয়
  10. ধর্ম ও সংস্কৃতি
  11. প্রবাস সমাচার
  12. বাণিজ্য
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন

নরসিংদীতে শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে দোয়া ও আলোচনা সভা

নিউজ রুম
মে ১৭, ২০২৩ ৪:৩৯ অপরাহ্ণ
Link Copied!

নরসিংদী:

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা এবং বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৪৩তম স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে নরসিংদীতে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

বুধবার (১৭ মে) বিকেলে নরসিংদী সদর উপজেলা পরিষদের ব্যানারে জেলা শিল্পকলা অডিটোরিয়ামে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

সদর থানা আওয়ামী লীগের আহবায়ক ও সদর উপজেলা উপজেলা পরিষদের চেয়ারম্যান আফতাব উদ্দিন ভূঁইয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি নরসিংদী সদর-১ আসনের সাংসদ বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ নজরুল ইসলাম হিরু (বীর প্রতীক)।

বিশেষ অতিথি হিসেবে ছিলেন, জেলা পরিষদের চেয়ারম্যান মো. মনির হোসেন ভূঁইয়া। এসময় আরও উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আমিরুল ইসলাম ভূঁইয়া, মোন্তাজ উদ্দিন ভূঁইয়া, সাবেক জেলা আওয়ামী লীগ নেতা বীর মুক্তিযোদ্ধা মোবারক হোসেন ভূঁইয়া, ওয়ালিউর রহমান (আজিম), এসএম কাইয়ুম, শহর আওয়ামী লীগ নেতা দীপক সাহা, বীর মুক্তিযোদ্ধা মোজাম্মেল ভূঁইয়া, জেলা শ্রমিক লীগের আহবায়ক রিপন সরকার, জেলা ছাত্র লীগের সভাপতি আহসানুল ইসলাম রিমন, সাধারণ সম্পাদক শাহজালাল আহম্মেদ শাওন, জেলা তাঁতী লীগের আহায়ক কায়কোবাদ হোসেন কানু, নরসিংদী সরকারি কলেজের সাবেক ভিপি মিয়া মোহাম্মদ মঞ্জুর প্রমুখ। এছাড়াও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্যবৃন্দ এবং ওয়ার্ড পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথি মোহাম্মদ নজরুল ইসলাম বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে জাতির পিতার আদর্শ বাস্তবায়নের মাধ্যমে আমরা উন্নয়নের মাধ্যমে উন্নয়ন ও সমৃদ্ধির দেশ হিসেবে আগামী ২০৪১ সালে বিশ্বেকে নেতৃত্ব দিবো। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা যদি ১৯৮১ সালের আজকের এই দিনে স্বদেশে ফিরে না আসতেন তাহলে আমরা আজকের স্মার্ট বাংলাদেশের স্বপ্ন দেখতে পারতাম না। আজ বাংলাদেশ বিশ্বের বুকে মাথা উচু করে দাড়াতে পারতো না। মাননীয় প্রধানমন্ত্রী রাষ্ট্র ক্ষমতায় আছে বলেই এইসব সম্ভব হচ্ছে তা তাহলে জাতির পিতার স্বপ্ন অধরাই থেকে যেতো।

উল্লেখ্য জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বড় মেয়ে, আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা দীর্ঘ নির্বাসন শেষে ১৯৮১ সালের এই দিনে দেশের মাটিতে পা রাখেন। তিনি ১৯৮১ সালের ১৭ মে বিকেল সাড়ে ৪টায় ইন্ডিয়ান এয়ারলাইন্সের একটি বোয়িং বিমানে ভারতের রাজধানী দিল্লি থেকে কলকাতা হয়ে তৎকালীন ঢাকার কুর্মিটোলা বিমানবন্দরে এসে পৌঁছান শেখ হাসিনা।