ajkertarunkantho
শুক্রবার , ১৯ মে ২০২৩ | ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ
  1. অপরাধ-দুর্নীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম ও জীবন
  5. কৃষি সমাচার
  6. খেলাধুলা
  7. জনদুর্ভোগ
  8. জাতীয়
  9. ধর্ম ও সংস্কৃতি
  10. প্রবাস সমাচার
  11. বাণিজ্য
  12. বিজ্ঞান ও প্রযুক্তি
  13. বিনোদন
  14. বিশেষ প্রতিবেদন
  15. রাজনীতি

লালমনিরহাটে বিএনপি জনসভার অনুমতি না পেয়ে সংবাদ সম্মেলন।

প্রতিবেদক
নিউজ রুম
মে ১৯, ২০২৩ ১:৪৬ পূর্বাহ্ণ
লালমনিরহাটে বিএনপি জনসভার

মো. বিপুল ইসলাম, স্টাফ রিপোর্টার:

লালমনিরহাট জেলা ঐতিহাসিক কালেক্টরেট মাঠে বিএনপি’র জনসভার অনুমতি না দেওয়ায় সংবাদ সম্মেলন করেছে জেলা বিএনপি। এ সময় জনসভা না করতে পেলে বিক্ষোভ মিছিলসহ কঠোর আন্দলোনের ঘোষণা দেন তারা জেলা বিএনপি’র সিনিয়র নেতাগণ।

বৃহস্পতিবার বিকেল ৫টায় বিএনপির অস্থায়ী কার্যলয়ে ‘হামার বাড়ি’ সম্মেলন কক্ষে এ সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য তুলে ধরেন বিএনপির রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও সাবেক উপমন্ত্রী আসাদুল হাবিব দুলু।

সংবাদ সম্মেলনে দুলু বলেন, গত ৫দিন থেকে জনসভার অনুমতি চাইলেও জেলা প্রশাসক অদৃশ্য কারণে গরিমসি করছেন।

এতে বুঝা যাচ্ছে দেশে গণতন্ত্র বলতে কিছু নেই। জেলা প্রশাসক জেলার সম্মেলন বড়বাড়িতে করতে বলেন। আমরা জেলার সমাবেশ জেলাতেই করবো। যদি কোন কারণে সম্মেলন বানচালের চেষ্টা করা হয় তাহলে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।

সংবাদ সম্মেলনে জেলা বিএনপির সাধারণ সম্পাদক হাফিজুর রহমান বাবল, যুগ্ম সাধারণ সম্পাদক একে এম মমিনুল হক, পৌর বিএনপির সভাপতি আফজাল হোসেন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আব্দুস সালাম, জেলা যুবদলের সভাপতি ভিপি আনিছ, সাধারণ সম্পাদক হাসান আলী, ছাত্রদল সভাপতি নাজমুল হাসান লিমনসহ জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ - সারাদেশ