
গোপন সংবাদের ভিত্তিতে মানিকগঞ্জের সিংগাইর উপজেলার চান্দহর ইউনিয়নের সিরাজপুর আশ্রয়ন প্রকল্পের পূর্ব পাশে নদীর পাড়ে অভিযান চালিয়ে মাদক কারবারি ফারুক মিয়া (৩৮)কে গ্রেপ্তার করেছে সিংগাইর থানা পুলিশ। এ সময় ৩ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
গ্রেফারকৃত মো. ফারুক মিয়া (৩৮) উপজেলার চর আটিপাড়া গ্রামের আব্দুল মালেকের পুত্র।
মঙ্গলবার দুপুরে সিংগাইর থানা অফিসার ইনচার্জ সৈয়দ মিজানুর ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
জেলা পুলিশ সুপার মোহাম্মদ গোলাম আজাদ খান পিপিএম (বার) মহোদয়ের দিক-নির্দেশনা মোতাবেক সিংগাইর থানার অফিসার ইনচার্জ সৈয়দ মিজানুর ইসলাম এর তত্ত্বাবধানে সোমবার (২২মে) বিকালেঅ ভিযান পরিচালনা করেন শান্তিপুর তদন্ত কেন্দ্রের এসআই মো. আব্দুস সালাম মিয়া।
সিংগাইর থানার ওসি আরও জানান, আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। মদক নির্মূলে আমাদের অভিযান অব্যহত আছে।