আজ শনিবার দুপুর ১২ টায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সংলগ্ন গেরুয়া দারুল উলূম মাবিয়া ইসলামিয়া মাদরাসা মাঠে বাইসাইকেল উপহার অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব ছাদিকুর রহমান হিরো সাহেবের পক্ষ থেকে অত্র এলাকায় ৩১ জন শিশুকে টানা ৪০ দিন জামাতের সাথে নামাজ আদায়ের ফলে বাইসাইকেল ও পর্যায়ক্রমে নগদ টাকা উপহার দেয়া হয়।পবিত্র রমজান মাসে শিশুদের নিয়ে এই ক্যাম্পেইন শুরু করেন মাদরাসার কমিটিবৃন্দ।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে হিরো সাহেব বলেন:ছোট্টকাল থেকেই শিশুদের ধর্মীয় অনুরাগী করে তুলতে এ ধরনের প্রতিযোগিতার কোন বিকল্প নেই ।
আরো বক্তব্য রাখেন মাদ্রাসা কমিটির সম্পাদক মো:নূরুল ইসলাম, কোষাধক্ষ্য মো: জিল্লুর রহমান,সভাপতি মিনহাজ উদ্দিন মুসা ও মোহতামিম মুফতি মাহবুবুর রহমান নবাবগঞ্জি
অন্যান্যদের মাঝে আরো উপস্থিত ছিলেন জনাব মো. হাসান সরদার, মোহাম্মদ আব্দুল কুদ্দুস মিজান, মাওলানা নাসির উদ্দিন,মাওলানা হাবিবুর রহমান,মাওলানা গাজী সিদ্দিকুর রহমান ও ফরহাদ হোসেন প্রমুখ।