ajkertarunkantho
ঢাকাসোমবার , ৫ জুন ২০২৩
  1. অপরাধ-দুর্নীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস ঐতিহ্য
  5. ইসলাম ও জীবন
  6. কৃষি সমাচার
  7. খেলাধুলা
  8. জনদুর্ভোগ
  9. জাতীয়
  10. ধর্ম ও সংস্কৃতি
  11. প্রবাস সমাচার
  12. বাণিজ্য
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন

সোহরাওয়ার্দী কলেজস্থ গোপালগঞ্জ জেলা ছাত্রকল্যাণ পরিষদের কমিটি গঠন

নিউজ রুম
জুন ৫, ২০২৩ ১২:৩৪ অপরাহ্ণ
Link Copied!

মো. কামরুল হোসেন সুমন, স্টাফ রিপোর্টার:

সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজে অধ্যয়নরত গোপালগঞ্জ জেলার শিক্ষার্থীদের সংগঠন ‘গোপালগঞ্জ জেলা ছাত্রকল্যাণ পরিষদ’ এর নতুন আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে কমিটিতে ২০১৬-১৭ শিক্ষাবর্ষের সমাজকর্ম বিভাগের শিক্ষার্থী প্রীতম বিশ্বাসকে সভাপতি ও ২০১৮-১৯ শিক্ষাবর্ষের উদ্ভিদবিদ্যা বিভাগের শিক্ষার্থী সাঈদ মোল্যাকে সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত করা হয়েছে।

রবিবার (৪ জুন) সংগঠনটির প্রধান উপদেষ্টা আওয়ামী যুবলীগের উপদপ্তর সম্পাদক আরিফ খন্দকারসহ অন্যান্য উপদেষ্টাদের সর্বসম্মতিক্রমে এই আংশিক কমিটির অনুমোদন দেওয়া হয়।কমিটিতে সহ-সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন দুলাল ঢালী, অরুন দাস, গোবিন্দ বাড়ৈ, সম্রাট তালুকদার, সানাউল ফকির, জেসকো জ্যোতী চৌধুরী, অমিত মল্লিক, শরিফুল ইসলাম, তাজিবুল কাজী ও বাঁধন বৈরাগী।

যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে রয়েছেন সোহাগ বাড়ৈ, অজয় মল্লিক, সাদিকুল ইসলাম, জয়ন্ত বিশ্বাস, সনেট গুপ্ত এবং সাংগঠনিক সম্পাদক পদে মোঃ মাসুদ ফকির (আফনান), এসএম জামিউল আলম নাফি, শেখ মারুফ, হাসান মোল্লা, তানভীর হোসেন ইমরানকে নির্বাচিত করা হয়েছে।

ছাড়াও দপ্তর সম্পাদক পদে জসীম উদ্দিন, প্রচার সম্পাদক সাদ্দাম হোসেন, শিক্ষা ও পাঠচক্র বিষয়ক সম্পাদক দ্বীনবন্ধু ভক্ত, ক্রীড়া বিষয়ক সম্পাদক আসিষ বৈদ্য, অর্থ বিষয়ক সম্পাদক সাঈদ মাহমুদ, আইন বিষয়ক সম্পাদক সৌরভ বালা এবং পাঠাগার বিষয়ক সম্পাদক চয়ন রায়কে নির্বাচিত করা হয়েছে।

নবনির্বাচিত সভাপতি প্রীতম বিশ্বাস বলেন, গোপালগঞ্জ জেলা ছাত্রকল্যাণ পরিষদের নতুন কমিটি হওয়াতে গোপালগঞ্জ জেলার শিক্ষার্থীরা দারুণ খুশি। সিনিয়র-জুনিয়র সকলকে নিয়ে সামনের চ্যালেঞ্জ গুলো মোকাবেলা করার চেষ্টা করবো। আশা করি আমি এবং আমাদের সাধারণ সম্পাদককে নিয়ে এই সংগঠনকে অন্য উচ্চতায় নিয়ে যাবো। এছাড়াও নবাগত শিক্ষার্থীসহ সকল সাধারণ শিক্ষার্থীদের নানাবিধ উন্নয়ন ও ক্রান্তিকালীন সময়ে তাদের পাশে থেকে লাল ইটের বাতিঘরে একখন্ড গোপালগঞ্জ গড়ে তোলার চেষ্টা করব। পাশাপাশি সংগঠনকে এগিয়ে নিয়ে সাধারণ শিক্ষার্থীদের কল্যাণে কাজ করব।