মানিকগঞ্জের সিংগাইরে মাদক বিরোধী অভিযান চালিয়ে লাখ টাকার হেরোইনসহ এক নারী মাদক কারবারিকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
গ্রেফতারকৃত ফিরোজা বেগম উপজেলার ধল্লা উত্তরপাড়া গ্রামের মৃত নান্নু মিয়ার স্ত্রী।
সোমবার রাত ৮টার দিকে সিংগাইরের দক্ষিণ ধল্লা গ্রামে অভিযান চালিয়ে ১০ গ্রাম হেরোইনসহ ফিরোজা বেগমকে গ্রেফতার করা হয়।
উদ্ধারকৃত হেরোইনের আনুমানিক বাজার মূল্য প্রায় ১ লাখ টাকা। এ ঘটনায় সিংগাইর থানায় মাদক আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।