নিজস্ব প্রতিবেদক:
তীব্র দাবদাহে মানুষের জীবনে নাভিশ্বাস। এক ফোঁটা বৃষ্টির আশায় প্রহর গুনছে পশুপাখিরাও। তবে বৃষ্টির দেখা নেই। উল্টো প্রতিদিন তাপমাত্রা যেন বাড়ছেই।
বুধবার (৭ জুন) সকাল ৯ টার দিকে ঢাকার সাভার উপজেলার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সংলগ্ন গেরুয়া দারুল উলূম মাবিয়া ইসলামিয়া মাদরাসা মাঠে এ ইস্তিসকার নামাজ আদায় করা হয়।
গেরুয়া এরাকাবাসির উদ্যোগে আয়োজিত ইস্তিসকার নামাজে ইমামতি করেন গেরুয়া দারুল উলূম মাবিয়া ইসলামিয়া মাদরাসার প্রিন্সিপাল আলহাজ মুফতি মাহবুবুর রহমান নবাবগঞ্জী। নামাজ শেষে মোনাজাতে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা হয়। একইসঙ্গে চোখের পানি ফেলে বৃষ্টির জন্য দোয়া করেন মুসল্লিরা। ব্যবসায়ী, মাদরাসার ছাত্র, শিক্ষক, সাধারণ মুসুল্লিরা নামাজে অংশ গ্রহণ করে। মুসল্লিরা জানান, গত কয়েকদিন ধরে সাভারসহ সারাদেশে তাপদাহে পুড়ছে সকল শ্রেণি পেশার মানুষ। এর সঙ্গে যুক্ত হয়েছে লোডশেডিং। প্রচণ্ড গরমে মানুষের নাভিশ্বাস উঠেছে। ঘরে-বাইরে কোথাও স্বস্তি নেই। রোদে কাজ করতে গিয়ে হাঁপিয়ে উঠছে।
নামাজ শেষে মুফতি মাহবুবুর রহমান নবাবগঞ্জী বলেন, “মানুষ তার পাপের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছে গেছে। মানুষ, জীবজন্তু, পশুপাখি অনাবৃষ্টি ও অতি খরায় ভুগছে। তাই এ অবস্থা থেকে উত্তোরণের জন্য বৃষ্টির আশায় আমরা মহান আল্লাহপাকের দরবারে মাফ চেয়ে কান্নাকাটি করে নামাজ আদায় করেছি।” বৃষ্টির জন্য প্রতিদিন সবাইকে ইস্তেগফার করার জন্য আহবান করেন তিনি।