আতিকুল ইসলাম সাভার (ঢাকা) প্রতিনিধি:
এক বছরের জন্য সাভার মডেল কলেজ ছাত্রলীগের গ্রুপ কেবিনেট কমিটি অনুমোদন দেয়া হয়েছে। এতে মানবিক বিভাগ থেকে মো. তানজিদুর রহমান তানজিল,বিজ্ঞান বিভাগ থেকে এস এম আহসান ও ব্যবসায়ী বিভাগ থেকে মো. মেহেদী হাসানকে সভাপতি হিসেবে নাম ঘোষণা করা হয়েছে।
মঙ্গলবার(৬ মে) সন্ধ্যায় এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ কমিটির কথা জানানো হয়।
কলেজের মূল কমিটির সভাপতি পারভেজ মোশারফ সম্পদ ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রুবায়েত শাহারিয়া (শান্ত) সই করা প্রেস বিজ্ঞপ্তিতে ১৫ সদস্যের এ কমিটিতে ৩ জন সহসভাপতি, ৩ জন যুগ্ম সাধারণ সম্পাদক, সাধারণ সম্পাদক ৩ এবং ৩ জন সাংগঠনিক সম্পাদক হয়েছেন।
কমিটিতে সহসভাপতি হিসেব স্থান পেয়েছেন মাহামুদুল হাসান ভূবন, মোঃ মনির হোসেন ও আসিফ হোসেন আকাশ।
যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছেন,তাহমিদ সিয়াম,ইশফাত প্রামানিক ছাদ ও তামিদ তালুকদার অন্তর। সাধারণ সম্পাদক হয়েছেন,আল রুবায়েত সিয়াম,ফাইলাস আহমেদ পিয়াস ও নাহিদ সরকার। এ ছাড়া সাংগঠনিক সম্পাদক হয়েছেন স্রত হাসান, আয়ান মাহামুদ মাহাদী ও আলিফ আকবর।