নিজস্ব প্রতিবেদক:
প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি (অনার্স) পরীক্ষায় সম্মিলিত মেধা তালিকায় দ্বিতীয় এবং তৃতীয় স্থান অধিকার করেছেন মানিকগঞ্জের ২ কৃতি শিক্ষার্থী।
জানা গেছে, চলতি শিক্ষা বর্ষে (২০২২-২৩) ‘ক’ ইউনিটের (বিজ্ঞান) ভর্তি পরীক্ষায় সম্মলিত মেধা তালিকা দ্বিতীয় স্থান অধিকার করেছেন মানিকগঞ্জ সরকারি মহিলা কলেজের মেধাবী ছাত্রী শাহরিন শাহরিয়ার নিশান। এবং ‘খ’ ইউনিটে (মানবিক) মেধা তালিকায় তৃতীয় স্থান অধিকার করেছেন কুমিল্লা ক্যাডেট কলেজের জিপিএ-৫ প্রাপ্ত ছাত্র সিয়াম আহমেদ। সিয়াম রাজশাহী জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আহমেদের ছেলে।
শামীম আহমদ মানিকগঞ্জ সদর উপজেলার পুটাইল ইউনিয়নের কাফাটিয়া গ্রামের কৃতি সন্তান।