ajkertarunkantho
ঢাকাবৃহস্পতিবার , ৮ জুন ২০২৩
  1. অপরাধ-দুর্নীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস ঐতিহ্য
  5. ইসলাম ও জীবন
  6. কৃষি সমাচার
  7. খেলাধুলা
  8. জনদুর্ভোগ
  9. জাতীয়
  10. ধর্ম ও সংস্কৃতি
  11. প্রবাস সমাচার
  12. বাণিজ্য
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

মানিকগঞ্জে আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষে আহত- ৩ জন

নিউজ রুম
জুন ৮, ২০২৩ ১১:৫৯ পূর্বাহ্ণ
Link Copied!

 মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার পদ্মা নদীর ইজারাকৃত লেছড়াগঞ্জ বালু মহল থেকে বালু (মাটি) উত্তোলনকে কেন্দ্র করে, মানববন্ধন করতে গেলে আওয়ামী লীগৈর দুই গ্রুপের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে।

এ ঘটনায় গুরুত্বরে আহত হয়েছেন ৩ জন।জানা গেছে,গত বুধবার (৭ জুন) বিকাল ৫.৩০ ঘটিকায় ঝিটকা বাজারে আওয়ামী-লীগের অফিসের সামনে এমপি মমতাজ বেগমের সমর্থকের নেতা কর্মীরা বালু উত্তোলনের বিরুদ্ধে মানববন্ধন করতে গেলে হরিরামপুর উপজেলা চেয়ারম্যানে সমর্থকদের সঙ্গে সংঘর্ষ ও পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে।এ ঘটনায় আহত ব্যক্তিরা হলেন, উপজেলার সাবেক ছাত্র-লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মুস্তাকিম চৌধুরী রিফাত, প্রচার সম্পাদক আব্দুল আজিজ ও ছাত্রলীগের কর্মী ফয়েজ আহমেদ। আহত ব্যক্তিরা সবাই জেলার ২৫০ শয্যা জেনারেল হাসপাতালসহ উপজেলা হাসপাতলে চিকিৎসাধীন রয়েছেন।

এ বিষয় নিয়ে হরিরামপুর উপজেলার সাবেক ছাত্রলীগের সভাপতি লুতফর রহমান বলেন, আমরা ঝিটকা আওয়ামী লীগের অফিসের সামনে পদ্মা হতে বালু উত্তলনের বিরুদ্ধে শান্তিপূর্ণ ভাবে মানববন্ধন করার জন্য উপস্থিত হয়ে ছিলাম।অত:পর তখন উপজেলা চেয়ারম্যান দেওয়ান সাইদুর রহমানের লোকজন অর্তকিত ভাবে আমাদের ওপর হামলা করায়, ছাত্রলীগের ৩ নেতা কর্মী গুরুত্বরে আহত হয়। তারা মানিকগঞ্জ জেলা ২৫০ শয্যা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

তিনি আরও বলেন, আমাদের প্রধান মন্ত্রী জননেত্রী শেখ হাসিনা পদ্মা নদীর পাড়ের শতশত মানুষের বসতভিটা সহ ও পদ্মায় ভাঙ্গন কবলিত অসহায় সর্বসাধারণের ফসলি জমি রক্ষা করার জন্য বেড়িবাঁধ নির্মাণের শত কোটি টাকা দিয়েছেন। সেই কাজ এখনো চলমান। এই মুহূর্তে যদি বেড়িবাঁধের ১শ মিটারের মধ্যে ড্রেজার দিয়ে বালু মাটি উত্তোলন করে, তা হলে অতি তাড়াতাড়ি বেড়িবাঁধ ভেঙে যাবে, হুমকির মূখে পড়তে পাড়ে স্কুল, মসজিদ, মন্দির, মাদ্রাসা,সাকু সহ শত শত বসত-ভিটা । নদীতে যাতে ডেজার দিয়ে আর বালু উত্তোলন না করে সেই দাবিতেই আজ আমরা মানববন্ধন করতে চেয়েছিলাম।

আহত মুস্তাকিম চৌধুরী রিফাত বলেন, আওয়ামী লীগের অফিসের সামনে শান্তিপূর্ণ অবস্থান করছিলাম। এ সময় দেশীয় অস্ত্র ও লাঠি নিয়ে উপজেলা চেয়ারম্যানের লোকজন আমাদের ওপর অর্তকিত হামলা করেছে। আমি আহত অবস্থায় জেলার ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছি।

হরিরামপুর উপজেলা আওয়ামী-লীগের সাবেক সহ-সভাপতি মো. সেলিম মোল্লা বলেন, আমাদের উপজেলার নদী ভাঙ্গন কবলিত ৫ টি ইউনিয়ন এর বাসিন্দারা – (রামকৃষ্ণপুর, গোপিনাথপুর, কাঞ্চনপুর, ধূলশুড়া, আজিমনগর) মানুষেরা নদীর পানির হাত থেকে রক্ষায় আমাদের এমপি মহোদয় বেড়িবাঁধের জন্য ইতিমধ্যে ২শ কোটি টাকার বাজেট আনছেন। এই বেড়িবাঁধের কাজ বর্তমানে চলমান। অন্যদিকে নদী থেকে বালু উত্তোলন করা হচ্ছে। এভাবে বালু উত্তলন করলে বেড়িবাঁধে ভেঙে যাবে। সে জন্য হরিরামপুর উপজেলার আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, কৃষকলীগ, শ্রমিকলীসহ সকলে মিলে বালু উত্তোলনের বিরুদ্ধে মানববন্ধন করতে চেয়েছিলাম। কিন্তু উপজেলার চেয়ারম্যান তার সন্ত্রাসী বাহিনী পাঠাইয়া আমাদের লোকজনকে মারধর করে মানববন্ধন করতে দেয় না।

এ বিষয়টি নিয়ে উপজেলার চেয়ারম্যান দেওয়ান সাইদুর রহমানকে জিজ্ঞেসা করলে তিনি জানান, আমার নেতৃত্বে কোন লোক ঝিটকা আওয়ামী লীগ অফিসের সামনে এমপির নেতাকর্মীদের সাথে সংঘর্ষে লিপ্ত হয়নি।আমার বিরুদ্ধে মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগ করা হয়েছে।

হরিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুমন কুমার আদিত্য সাংবাদিকদের বলেন, দুই পক্ষের মধ্যে উত্তেজনা তৈরি হয়েছিল। তবে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত থাকায় তাৎক্ষণিক পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে।