মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় ইউপি সদস্যকে কুপিয়ে গুরুতর আহত করেছে সন্ত্রাসীরা। আহত ইউপি সদস্য আব্দুল গফুর (৪৫) চান্দহর ইউনিয়ন পরিষদের ৮ নং ওয়ার্ড সদস্য ও উপজেলার আটিপাড়া গ্রামের হযরত আলীর ছেলে।
আহত ব্যক্তির স্বজনেরা জানিয়েছেন, আজ শনিবার (১০ জুন) ভোরে ফজরের নামাজ পড়ার উদ্দেশ্যে আটিপাড়া দেওয়ানবাড়ী মসজিদে যাচ্ছিলেন। পূর্বপরিকল্পিতভাবে উৎপেতে থাকা বেশ কয়েকজন অস্ত্রধারী সন্ত্রাসী হত্যার উদ্দেশ্যে এলোপাতাড়ি কুপিয়ে মৃত্যু নিশ্চিত ভেবে ফেলে রেখে পালিয়ে যায়। আব্দুল গফুরের চিৎকারে আশেপাশের লোকজন এগিয়ে এসে মুমূর্ষ অবস্থায় তাকে দ্রুত ঢাকার কলেজ মেডিকেল হসপিটালে পাঠান। তিনি এখনো আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।
চান্দহর ইউনিয়নের চেয়ারম্যান শওকত হোসেন বাদল জানান, আমি আহত আব্দুল গফুরকে দেখতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এসেছি। সন্ত্রাসীরা আব্দুল গফুরের হাত, পায় ও শরীরের বিভিন্ন স্থানে জখম করেছে। পূর্ব শত্রুতা ও জমি সংক্রান্ত জেরে চাচাতো ভাই নছর লোকজন নিয়ে এ হামলা চালিয়েছে বলে গফুরের পরিবার ধারণা করছে।
শান্তিপুর তদন্ত কেন্দ্রের ইনচার্জ খালিদ মানছুর বলেন, আব্দুল গফুরের ওপর অন্যায়ভাবে নৃশংস হামলা হয়েছে। বিষয়টি জানার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। হামলাকারী ব্যক্তিদের দ্রুতই আইনের আওতায় আনা হবে। মামলা প্রক্রিয়াধীন রয়েছে।