ajkertarunkantho
ঢাকাশনিবার , ১০ জুন ২০২৩
  1. অপরাধ-দুর্নীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস ঐতিহ্য
  5. ইসলাম ও জীবন
  6. কৃষি সমাচার
  7. খেলাধুলা
  8. জনদুর্ভোগ
  9. জাতীয়
  10. ধর্ম ও সংস্কৃতি
  11. প্রবাস সমাচার
  12. বাণিজ্য
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন

দায়িত্বে না থাকার “ঘোষণা পত্র”

নিউজ রুম
জুন ১০, ২০২৩ ৫:৩৫ অপরাহ্ণ
Link Copied!

আমি মো. সেলিম হোসেন খান ( মিঠু), মানব মঙ্গল মাল্টিপারপাস কোপারেটিভ সোসাইটি লিঃ, ( শিমুলিয়া, দরগ্রাম সাটুরিয়া, মানিকগঞ্জ) এর প্রতিষ্ঠাতা সদস্য ছিলাম এবং নির্বাচনে নির্বাচিত হয়ে ১৮.৫.২১ সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করি এবং সমিতির স্বাভাবিক কার্যক্রমের পাশাপাশি ২০২০- ২১ অর্থ বছরের বাৎসরিক অডিট সম্পন্ন করে, আমি উক্ত প্রতিষ্ঠান থেকে সেচ্ছায় সভাপতি পদ হইতে পদত্যাগ করি। গত ০৪.০১.২০২২ ইং তারিখে আমার পদত্যাগ পত্র ব্যবস্থাপনা কমিটির সভায় সর্বসম্মত ভাবে গৃহিত ও অনুমোদিত হয়। অতপর সমিতির ব্যবস্থাপনা কমিটি গত ০৯.০১.২০২২ ইং তারিখে কো অপ্ট করে বর্তমান সভাপতিকে নিয়োগ প্রদান করেন। অদ্য পর্যন্ত নতুন সভাপতির নেতৃত্বে কার্যকরী কমিটি সমিতি পরিচালনা করে আসছে। বর্তমানে আমি সমিতির দায়িত্ব প্রাপ্ত কেউ নই। এবং গত ০৬.০২.২০২২ ইং তারিখে আমি উক্ত সমিতির প্রাথমিক সদস্য পদ হইতে পদত্যাগ করি। বর্তমানে আমি মানব মঙ্গল মাল্টিপারপাস কোপারেটিভ সোসাইটি লিঃ এর কোন কর্মকাণ্ডের সাথে এবং হইার দায়িত্বের সাথে জড়িত নই। এবং উল্লেখ্য, আমি সভাপতি থাকাকালীন অবস্থায় সমিতি সম্পর্কে কারো কোন অভিযোগ, ওজর, আপত্তি ছিলো না।

আমি সমিতির মঙ্গল কামনা করি।

মোঃ সেলিম হোসেন খান (মিঠু)
গ্রামঃ শিমুলিয়া, দরগ্রাম সাটুরিয়া।