ajkertarunkantho
ঢাকাসোমবার , ১২ জুন ২০২৩
  1. অপরাধ-দুর্নীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস ঐতিহ্য
  5. ইসলাম ও জীবন
  6. কৃষি সমাচার
  7. খেলাধুলা
  8. জনদুর্ভোগ
  9. জাতীয়
  10. ধর্ম ও সংস্কৃতি
  11. প্রবাস সমাচার
  12. বাণিজ্য
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ঈদুল আজহার ছুটি ঘোষণা করলো সংযুক্ত আরব আমিরাত

নিউজ রুম
জুন ১২, ২০২৩ ৫:২৭ অপরাহ্ণ
Link Copied!

শৌখিন মিয়া, ইউএই প্রতিনিধি:

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে চার দিনের ছুটি ঘোষণা করেছে সংযুক্ত আরব আমিরাত। দেশটিতে ৯ জিলহজ থেকে ১২ জিলহজ পর্যন্ত মন্ত্রণালয়সহ বিভিন্ন সরকারি-আধাসরকারি প্রতিষ্ঠান বন্ধ থাকবে।

দেশটির স্হানীয় গণমাধ্যম জানিয়েছে, ৯ জিলহজ আরাফাতের দিবসকে ইসলামে গুরুত্বপূর্ণ দিন হিসেবে দেখা হয়। তাই ঈদের তিন দিনের ছুটির সঙ্গে অতিরিক্ত একদিন হিসেবে যুক্ত হয় এই দিনটি। দেশটিতে ঈদের তিনদিনের ছুটি শুরু হবে ১০ জিলহজ। চলবে ১২ জিলহজ পর্যন্ত।

২৭ জুন মঙ্গলবার পবিত্র আরাফাতের দিবসের ছুটি। ২৮ জুন ঈদুল আজহার তিনদিনের ছুটি শুরু হবে। এই ছুটি শেষ হবে শুক্রবার ৩০ জুন। এর পরের দুদিন শনিবার ও রোববার দেশটিতে সাপ্তাহিক ছুটি। সাপ্তাহিক এই দুই দিন ছুটিসহ মোট ছুটি হতে যাচ্ছে ছয় দিন।

ঈদের ছুটির আগে শেষ কর্মদিবস হচ্ছে সোমবার বা ২৬ জুন। কোন কর্মকর্তা যদি সেই দিন ছুটি নেন তাহলে এর আগের দুই দিন রোববার ও শনিবার সাপ্তাহিক ছুটি।

জ্যোতির্বিদদের গণনা অনুযায়ী, বিশ্বের অনেক দেশে ১৯ জুনকে জিলহজ মাসের প্রথম দিন হিসেবে ধরা হবে। ফলে আশা করা হচ্ছে, আরাফাতের দিন পড়বে ২৭ জুন এবং ঈদুল আজহার প্রথম দিন পড়বে ২৮ জুন।

উল্লেখ্য, ঈদুল আজহা মুসলমানদের দ্বিতীয় বৃহত্তম উৎসব এবং ত্যাগের উৎসব। ঈদুল আজহার দিন বিশ্বব্যাপী মুসলমানরা পশু কোরবানি দেয়। এছাড়া আরাফাতের দিন হজ পালনকারী মুসলমানরা মক্কার বাইরে অবস্থিত আরাফাতের ময়দানে জড়ো হন।

আরবি চান্দ্র বর্ষপঞ্জিকা অনুযায়ী, জিলহজ মাসের ১০ তারিখ ঈদুল আজহা বা কোরবানির ঈদ উদযাপন করেন মুসলিমরা।