ajkertarunkantho
ঢাকাসোমবার , ১২ জুন ২০২৩
  1. অপরাধ-দুর্নীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস ঐতিহ্য
  5. ইসলাম ও জীবন
  6. কৃষি সমাচার
  7. খেলাধুলা
  8. জনদুর্ভোগ
  9. জাতীয়
  10. ধর্ম ও সংস্কৃতি
  11. প্রবাস সমাচার
  12. বাণিজ্য
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন

রায়পুরায় নৈশপ্রহরীকে কুপিয়ে হত্যা

নিউজ রুম
জুন ১২, ২০২৩ ৬:০৯ অপরাহ্ণ
Link Copied!

নরসিংদী:

নরসিংদীর রায়পুরায় আব্দুল করিম (৪৫) নামে এক নৈশপ্রহরীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। রোববার (১১ জুন) দিবাগত রাত ২টার দিকে রায়পুরা উপজেলার নিলক্ষ্যা ইউনিয়নের আতশ আলী বাজারে এ ঘটনা ঘটে।

নিহত আব্দুল করিম একই ইউনিয়নের সোনাকান্দি গ্রামের মৃত ইউনুস আলীর ছেলে।

এবিষয়ে নিলক্ষ্যা ইউনিয়ন পরিষদের সদস্য সিদ্দিক মেম্বার জানান, করিম ও আসাদ নামে দুইজন নৈশপ্রহরী আতশ আলী বাজার পাহারা দিতেন। প্রতিদিনের মতো গতকাল রাতেও তারা বাজারের দুজন পাহারা দিচ্ছিলেন। আসাদ পাহারা দেওয়ার সময় করিমের সঙ্গে যোগাযোগ করতে পারছিলেন না। পরে তিনি করিমের খোঁজ নিতে সেই স্থানে যান। সেখানে গিয়ে তিনি করিমকে রক্তাক্ত জখম অবস্থায় মাটিতে পরে রয়েছে। তার ডাক-চিৎকারে আশপাশের লোকজন ঘটনাস্থলে এসে দেখেন করিম মৃত অবস্থায় মাটিতে পড়ে রয়েছে। পরে স্থানীয়রা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে।

নিলক্ষ্যা ইউনিয়নের বিট পুলিশের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা উপপরিদর্শক সালাম বলেন, রাত ১টা থেকে ৩টার মধ্যে কোনো এক সময় কে বা কারা বাজারের নৈশপ্রহরী আব্দুল করিমকে হত্যা করে মাটিতে ফেলে রেখে যায়। আমরা খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠাই। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে তিনি জানান।